গ্রাহকদের জন্য ১ মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Jio! এইভাবে ব্যবহার করুন ফ্রি Data এবং Calling

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Reliance Jio। শুধু তাই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে নিয়ে আসে এই সংস্থা। মূলত, Jio তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন দীর্ঘমেয়াদীযুক্ত প্ল্যানের সুবিধাও প্রদান করে। পাশাপাশি, ষাণ্মাসিক এবং ত্রৈমাসিক রিচার্জ প্ল্যানগুলির তুলনায় ওই প্ল্যানগুলিতে আরও বেশি সুবিধা প্রদান করা হয়।

শুধু তাই নয়, তুলনামূলকভাবে ওই রিচার্জ প্ল্যানগুলির খরচও কম। এমন পরিস্থিতিতে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যেটির মাধ্যমে আপনি এক মাসের ফ্রি রিচার্জের সুবিধা পাবেন। মূলত, এটি হল সংস্থার একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। যেটির দাম হল ২,৮৭৯ টাকা।

Jio-র ২,৮৭৯ টাকার রিচার্জে মিলবে এক মাসের ফ্রি রিচার্জ: প্রথমেই জানিয়ে রাখি যে, এই প্ল্যানের বৈধতা হল ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছর। এই রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা। যার মধ্যে রয়েছে প্রতিদিন ২ GB ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি SMS-এর সুবিধাও। শুধু তাই নয়, এর পাশাপাশি গ্রাহকেরা এই প্ল্যানের মাধ্যমে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, Jio-র ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানেও এই সমস্ত সুবিধা দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে ৭১৯ টাকার ওই প্ল্যানটির বৈধতা হল মাত্র ৮৪ দিন। এমতাবস্থায়, আপনি যদি ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানটি চারবার রিচার্জ করেন, সেক্ষেত্রে মোট খরচ হবে ২,৮৭৬ টাকা। অথচ আপনি এক্ষেত্রে মোট ৩৩৬ দিনের বৈধতা পাবেন। যেখানে ২,৮৭৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা পাচ্ছেন। এইভাবে, আপনি Jio-এর ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের তুলনায় মোট ২৯ দিনের বেশি বৈধতা পাবেন এই প্ল্যানে।

MUKESH AMBANI JIO

কিভাবে এক মাসের ফ্রি রিচার্জ পাবেন: মূলত, আমরা আগেই জানিয়েছি যে, আপনি বছরে চার বার ৭১৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলে ২,৮৭৬ টাকা খরচ হবে। সেক্ষেত্রে বৈধতা মিলবে ৩৩৬ দিনের। অথচ, ২৮৭৯ টাকার প্ল্যানটির ক্ষেত্রে আপনি অতিরিক্ত ৩ টাকা খরচ করে অতিরিক্ত ২৯ দিন যাবৎ (মোট বৈধতা ৩৬৫ দিন) নিশ্চিন্তে ডেটা এবং কলিং-এর সুবিধা উপভোগ করতে পারেন। অর্থাৎ, সেক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো খরচ করতে হবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর