সবার স্বপ্ন হবে পূরণ! সবথেকে সস্তার ল্যাপটপ আনছে JIO, রইল স্পেসিফকেশন

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর সংস্থা হল Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় বিজনেস টাইকুন মুকেশ আম্বানির এই সংস্থা। পাশাপাশি, গ্রাহকদের জন্য সংস্থা ইতিমধ্যেই নিজস্ব মোবাইলও লঞ্চ করেছে।তবে, এবার জানা যাচ্ছে যে, ল্যাপটপের দুনিয়াতেও পা রাখতে চলেছে Jio। ইতিমধ্যেই একাধিক রিপোর্টের মাধ্যমে এমন খবর আগে প্রকাশ্যে এলেও এবার আরও কিছু নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, Jio-র এই নতুন ল্যাপটপটির নাম দেওয়া হতে পারে JioBook।

পাশাপাশি, Windows OS-এর মাধ্যমে চলবে এটি। উল্লেখ্য যে, আগে এই ল্যাপটপের বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছিল তাতে জানা গিয়েছিল যে, Chrome OS-এর মাধ্যমে ল্যাপটপটি চলবে। কিন্ত 91Mobile নামে একটি সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে যে, বাজারে থাকা অন্যান্য ল্যাপগুলির মতো Windows OS-এর মাধ্যমেই পরিচালিত হবে JioBook।

মূলত একটি এন্ট্রি লেভেল ল্যাপটপ হিসেবেই বাজারে আসতে চলেছে এই ল্যাপটপ। কোনো হাই এন্ড স্পেশিফিকেশন এর মধ্যে থাকবে না। অর্থাৎ, এই ল্যাপটপের মাধ্যমে অনলাইন ক্লাস, OTT প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিয়ো দেখা, নেট সার্ফিং ইত্যাদি সব কাজই সম্ভব। তবে, এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে, উচ্চ গ্রাফিক্স যুক্ত গেম, অথবা অনেক ভারী সফ্টওয়ারের ব্যবহার করতে গেলে JioBook-এ সমস্যা হতে পারে।

jio laptop

বিভিন্ন মাধ্যমে এই ল্যাপটপের বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। মূলত Lenovo ThinkPad-এর মতোই অনেকটা দেখতে JioBook। সংস্থার তরফে কিছু না জানা গেলেও ল্যাপটপটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্যও সামনে এসেছে।

জানা গেছে, এই ল্যাপটপে MediaTekMT8788 চিপসেট থাকতে পারে। অর্থাৎ অন্য ব্র্যান্ডগুলির ল্যাপটপের থেকে এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা JioBook। বাজারে থাকা অধিকাংশ ল্যাপটপ ব্র্যান্ডই intel বা AMD চিপসেট ব্যবহার করে। এছাড়াও, থাকছে 2GB RAM।

পাশাপাশি, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Jio নিজে এই ল্যাপটপগুলি তৈরি করবে না। বরং ল্যাপটপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। যার নাম Emdoor Digital Technology Ltd। অবশ্য এই সংস্থার তৈরি করা ল্যাপটপ Jio নিজস্ব ব্র্যান্ড নেমে বাজারে লঞ্চ করবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর