নয়া চমক Jio-র! 2G মুক্ত ভারত গড়তে মাত্র এত টাকায় স্মার্ট ফিচার ফোন আনল আম্বানি

বাংলাহান্ট ডেস্ক : অত্যন্ত সস্তায় স্মার্ট ফিচার ফোন লঞ্চ করল রিলায়েন্স জিও। এই ফোনের নাম দেওয়া হয়েছে Jio Bharat 4G Phone। অনেক আগেই মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন ‘2G মুক্ত’ ভারতের। সেই ধারণাকে লক্ষ্য করেই দেশের প্রতিটি মানুষের কাছে ফোরজি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সস্তার 4G ফিচার ফোন আনল রিলায়েন্স।

রিলায়েন্স ভারতীয় ফোন প্রস্তুতকারী সংস্থা Karbonn এর সাথে এই ফোন বাজারে এনেছে। দেশের বৃহত্তম টেলিকম অপারেটরটি জানিয়েছে খুব শীঘ্রই অন্যান্য সংস্থাও তাদের সাথে যুক্ত হয়ে সস্তায় স্মার্ট ফিচার ফোন লঞ্চ করবে। ৯৯৯ টাকা দামের এই ফোনের বিক্রি শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। রিলায়েন্স জানিয়েছে দেশের প্রত্যেকটি রিটেল আউটলেটে এই ফোন উপলব্ধ থাকবে।

জিও ভারত ফোনটি অন্যান্য ফিচার ফোনের মতই দেখতে। তবে এটিতে ফোরজি সিম সাপোর্ট করবে। এই ফোনটি চলবে কিপ্যাডের সাহায্যে। এই ফোনের স্ক্রিনের নিচে রয়েছে Bharat ব্র্যান্ডিং। ফোনের রিয়ার প্যানেলে রয়েছে একটি ক্যামেরা। এই মুহূর্তে সংস্থাটি দুটি মডেল লঞ্চ করেছে। নীল ও লাল এই দুটি রঙে লঞ্চ করা হয়েছে ফোনটি।

jio bharat phone sixteen nine

একটি মডেলের পিছনে লেখা রয়েছে জিও ও অন্য মডেলের পিছনে লেখা রয়েছে কার্বন। ১২৩ টাকা ও ১২৩৪ টাকার দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে জিও ভারত ফোনের জন্য। ১২৩ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ১৪ জিবি ডেটা ও ১২৩৪ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন মোট ১৬৮ জিবি ডেটা। এছাড়াও থাকছে দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড ফোন করার সুবিধা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর