সারা বছর জুড়ে আনলিমিটেড 5G দিচ্ছে Jio! রিচার্জ করে ফেলুন আজই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। টেকনোলজি দিক দিয়ে এই টেলিকম অপারেটর অন্যান্য সংস্থাগুলির থেকে অনেক কদম এগিয়ে। রিলায়েন্স জিও ভারতে প্রথমে সস্তায় ৪জি পরিষেবা চালু করে। বর্তমানে দেশের বেশ কিছু শহরে রিলায়েন্স জিও 5G পরিষেবা দিচ্ছে।

কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়ে গ্রাহকদের কাছে জিও অত্যন্ত জনপ্রিয় একটি টেলিকম সংস্থা হয়ে উঠেছে। ভারতে যে সময় জিও তাদের 4G পরিষেবা নিয়ে আসে সেই সময় দেশে খুব কম সংখ্যক মানুষের কাছে 4G ডিভাইস ছিল। কিন্তু সেই সময়ে বেশ কিছু চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা সস্তায় 4G হ্যান্ডসেট বাজারে বিক্রি করতে থাকে।

আর তাতেই ভারতের বৃহত্তম মোবাইল বাজার ধরে ফেলে জিও। বর্তমানে 4G পরিষেবা প্রদান করলেও আলাদা করে এই সংস্থা কোনও রকম ফাইভ-জি প্যাক লঞ্চ করেনি। ফোরজি পরিষেবার প্যাক দিয়ে রিচার্জ করলেই গ্রাহকরা তাদের ৫জি এনাবেল হ্যান্ডসেটে ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন।

সারা বছর আনলিমিটেড 5G ও 4G পরিষেবার জন্য জিওর একটি প্যাক রয়েছে যার মূল্য ২৯৯৯ টাকা। এই প্যাকে গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ২.৫ জিবি করে ডেটা। প্রতিদিন ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা কম স্পিডের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ২৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা এক বছরের জন্য পরিষেবা পাবেন।

jio 5g (2)

এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা। এর সাথে থাকবে জিওর OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন। যদি আপনাদের হ্যান্ডসেটটি ৫জি এনাবেল হয় তাহলে আপনারা সীমাহীন ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, এই নতুন প্যাকে গ্রাহকরা উপকৃত হবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর