বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উনি আজ বিজেপিতে যোগ দিলেন। হুগলির বৈদ্যবাটি জনসভা থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

এর আগেও ওনার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা উঠেছিল। কিন্তু সেই সময় বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিরোধিতা করায় সেই সময় ওনার বিজেপিতে যোগ দেওয়া হয়ে ওঠেনি। এবার নতুন করে জিতেন্দ্র তিওয়ারির দলে যোগ দেওয়ার জল্পনা উঠতে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘জিতেন্দ্রবাবু আসানসোলের একজন বড় নেতা। তিনি দলে থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে চিঠি লিখে যেই বিস্ফোরক তথ্য তুলে ধরেছিলেন, সেটা অনেক সাহসী পদক্ষেপ ছিল। আমি ওনাকে নিয়ে আপত্তি দেখিয়েছিলাম। কিন্তু এখন সবকিছু ভুলে মোদীজির নেতৃত্বে একসঙ্গে কাজ করার কোনও অসুবিধে নেই আমার। ওনাকে দলে স্বাগত জানাচ্ছি।”

আজ বৈদ্যবাটিতে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের যৌথ সভা থেকে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। ওনার বিজেপিতে যোগ দেওয়ার ফলে আসানসোলে যে বিজেপির শক্তি বৃদ্ধি হবে সেটা বলাই বাহুল্য।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর