করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত মুম্বাই হামলায় কম্যান্ডোর নেতৃত্ব দেওয়া প্রাক্তন NSG প্রধান

বাংলাহান্ট ডেস্কঃ ২০০৮-এ মুম্বাইয়ে হওয়া জঙ্গি হামলার সময় কম্যান্ডোদের নেতৃত্ব করা NSG এর প্রাক্তন প্রধান জেকে দত্ত করোনায় আক্রান্ত হয়ে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল ৭২ বছর।

ওনার পারিবারিক সুত্রে জানা যায় যে, অবসরপ্রাপ্ত NSG প্রধানের শরীরে অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। এরপর ওনাকে ১৪ এপ্রিল গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পারিবারিক সুত্রে জানা যায় যে, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ওনার মৃত্যু হয়।” প্রাক্তন এনএসজি প্রধানের পরিবারে ওনার স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে আছে। ওনার ছেলে নয়ডায় থাকেন, আর ওনার মেয়ে আমেরিকায়।

বলে দিই, জ্যোতি কৃষ্ণ দত্ত ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত এনএসজি-র প্রধান ছিলেন। তিনি সিবিআই-এর জয়েন্ট ডায়রেক্টরও ছিলেন। ওনার মৃত্যুর পর এনএসজি-র তরফ থেকে একটি টুইট করে বলা হয়, ‘জ্যোতি কৃষ্ণ দত্ত ১৯ মে গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এনএসজি প্রাক্তন প্রধানের অসময়ে চলে যাওয়া নিয়ে দুঃখ এবং শোক প্রকাশ করছে। দেশের প্রতি ওনার কর্তব্য আজীবন মনে রাখা হবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর