আমিষ বিতর্কের পর আবারও শিরোনামে JNU, বিশ্ববিদ্যালয়ের গেটে পড়ল গেরুয়া পতাকা, পোস্টার

বাংলাহান্ট ডেস্ক : রাম নবমীর দিন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমিষ খাবার নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। আমিষ খাবার রান্নায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের ঝামেলার এখনও অবসান হয়নি। এরই মধ্যে শুক্রবার সকালে সামনে এলো আরেকটি বিষয়।

শুক্রবার সকালে জেএনইউ এর প্রধান ফটকে দেখা গেল গেরুয়া পতাকা। শুধু পতাকাই নয় বিশ্ববিদ্যালয়ের দেওয়াল জুড়ে দেখা মিলল একাধিক পোস্টারেও। পোস্টারগুলি লাগানো হয়েছে হিন্দু সেনা নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে।এদিন সকাল থেকেই জানাজানি হয় বিষয়টি।

বিষয়টি নজরে আসার পরই তৎপর হয় পুলিশ। সকালেই তড়িঘড়ি খুলে নেওয়া হয় সব পতাকা এবং পোস্টার। দিল্লি পুলিশ সূত্রে খবর, ‘আজ সকালেই সামনে আসে ঘটনাটি। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলির প্রেক্ষিতে খবর পাওয়া মাত্রই সরিয়ে নেওয়া হয় পতাকা এবং ব্যানারগুলি।’ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, জেএনইউ হামলা মামলায় বৃহস্পতিবার বসন্তকুঞ্জ থানার পুলিশ ১১ জন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে ৮ জন ছাত্র বামপন্থী এবং ৩ জন ছাত্র এবিভিপির। জিজ্ঞাসাবাদ চলাকালীন একে অপরকেই দোষারোপ করছে দুপক্ষ। কাবেরী হোস্টেলের কর্মীদের জেরা করতে শুক্রবার জেএনইউ কর্তৃপক্ষকেও চিঠি দিতে চলেছে দিল্লি পুলিশ।

বামপন্থীদের ছাত্রদের অভিযোগ, এবিভিপির সমর্থকরা হোস্টেলে আমিষ খাবারের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমিষ খাবার বানানোর বিরুদ্ধে হোস্টেলের সেক্রেটারিকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সচিবকে মারধরও করা হয়। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখনও অবধি মোটামুটি ৩০ জনেরও বেশি অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। রেকর্ড করা হয়েছে আক্রান্তদের জবানবন্দিও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর