চিরকুটে চাকরি, বামেদের ১৪ বছরের পুরনো লেটার প্যাড হঠাৎ ভাইরাল! মিলছে দুর্নীতির গন্ধ

বাংলাহান্ট ডেস্ক : কদিন আগে পর্যন্ত বাংলার বাম নেতারা এসএসসি দুর্নীতি মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সরকারকে কটাক্ষ করার একটা সুযোগও ছাড়তেন না। এবার, বিগত কয়েক দিন ধরেই বেশ কয়েকটি নিয়োগের ক্ষেত্রে বাম নেতাদের দুর্নীতি সামনে আসতে শুরু করে। এই পরিস্থিতিতে এ বার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিপিএমের লোকাল কমিটির প্যাডে লেখা চাকরির ‘সুপারিশপত্র’। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে।

যদিও ভাইরাল হওয়া ওই সুপারিশপত্রের সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। শিক্ষক নিয়োগে চূড়ান্ত বেনিয়মের অভিযোগে বাংলার শাসকদলের দিকে একের পর এক তীর ছুঁড়ে চলেছে বিরোধীরা। এই অবস্থায় ওই ‘চিরকুট’ পোস্ট করে ফেসবুকে অভিযোগ তোলা হচ্ছে, বাম আমলে চাকরি দেওয়া হত এ ভাবেই। প্রসঙ্গত, এমন অভিযোগ সম্প্রতি শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বাম আমলের সেই ‘চিরকুট’ নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই সিপিএম ও তৃণমূলকে একই সারিতে রেখে তোপ দাগছে পদ্ম শিবির।

শুক্রবার ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট। সেখানে দেখা গিয়েছে, বেশ পুরনো একটি প্যাডের কাগজ। প্যাডের উপরে লাল রঙে ছাপানো লেখা, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পাচরা লোকাল কমিটি। যিনি এই ছবিটি পোস্ট করেন, তিনি আবার মজা করে লেখেন, ‘আমরা চিরকুটে প্রেম করতাম। কিন্তু সিপিএম চাকরি করত।’ যে প্যাডের কাগজ ওই ব্যক্তি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, চিঠিটি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর কমরেড খগেন্দ্রনাথ মাহাতোর নামে লেখা হয়েছে। পরিষ্কার হস্তাক্ষরে সেখানে লেখা, ‘কমরেড, আমি শ্রী মোহিতলাল হাজরা গ্রাম পালজাগুল পোস্ট জাগুল জেলা পশ্চিম মেদিনীপুর জানি ও চিনি। এবং খুব দুঃস্থ পরিবারের ছেলে। বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। একে আপনার কাছে পাঠালাম। ধেড়ুয়া অঞ্চল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে যে লোক নেওয়া হবে, সেই বিষয়ে যাহাতে একে নেওয়া যায়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি। পরে আপনার সাথে সাক্ষাৎ করে নেব।’ নীচে প্রেরকের নাম লেখা জয়জীম আহাম্মদ।

এই চিঠি রীতিমতো বিপাকে ফেলেছে সিপিএমকে। তবে এখানে উঠে আসছে অন্য প্রশ্নও। ক্ষমতার পরিবর্তন হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ সিপিএমের পার্টি অফিস লুট হয়। তাহলে এই রকম একটি লেটার প্যাড জোগাড় করে তাতে যা ইচ্ছা লেখাটা কি খুব কঠিন? এই প্রশ্নও কিন্তু ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর