‘পাকিস্তান বিপজ্জনক দেশ”, বাইডেনের মন্তব্য থেকে পাল্টি খেল আমেরিকা

বাংলাহান্ট ডেস্ক : মুহুর্তেই ভোল বদল আমেরিকার। দিন কয়েক আগেই পাকিস্তানের (Pakistan) পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)। এরপরই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ (Islamabad)। আর সেই ঘটনার পরই এবার সাফাই দিল আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণে পাকিস্তানের ক্ষমতার উপর তাদের আস্থা রয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বেদান্ত প্যাটেল গতকাল সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের প্রতিশ্রুতি এবং তাদের পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতার প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তানকে সবসময়ই নিজেদের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে আমেরিকা। আরও পরিস্কার করে বলতে গেলে, পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।’

সম্প্রতি, গত শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসেশনাল ক্যাম্পেন কমিটি রিসেপশনে একাধিক বিদেশি রাষ্ট্র নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময়ই পাকিস্তানকে ‘বিপজ্জনক দেশ’ বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তান প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান। সে দেশের হাতে রয়েছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’

এরপরই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমি পরিস্কার জানাতে চাই, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমরা গর্বিত যে আমাদের পারমাণবিক সম্পদ আইএইএ-র (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) নীতি অনুসারে সর্বোত্তম ভাবে সুরক্ষিত রয়েছে। আমরা এই নিরাপত্তা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। কারও কোনও সন্দেহ থাকা উচিত নয় এই নিয়ে।’ এদিকে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও জানান, বাইডেনের মন্তব্যে তিনি রীতিমতো অবাক।

বাইডেনের এই মন্তব্য এমন এক সময় করেন যখন মার্কিন-পাক সম্পর্কের উন্নতি হচ্ছিল। এই পরিস্থিতিতে এবার ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সেপ্টেম্বর মাসের শুরুতেই এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন ডলার সাহায্য করেছে আমেরিকা। এই বিষয় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারত। তবে এই প্রসঙ্গে পেন্টাগন সাফাই দেয়, ‘আমেরিকা যে অর্থ সহায়তা করেছে তা জঙ্গি দমনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যাবহারের ক্ষেত্রেও তেমনই বিধিনিষেধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে আমেরিকার বৈদেশিক নীতি সুরক্ষিত থাকবে বলেই মনে করছে পেন্টাগন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর