ইংল্যান্ডে ভারতের জয় প্রায় নিশ্চিত, নির্ণায়ক টেস্ট থেকে বাদ রোহিত শর্মার সবথেকে বড় চিন্তার কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘরের মাঠে কিছু সিরিজ খেলার পর জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবেন রোহিত শর্মারা। গতবারের সফরে ইংল্যান্ডের সফরে রূটদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলা যায়নি করোনা সংক্রমণের কারণে। আসন্ন সফরে সেই ম্যাচটি খেলতে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। আপাতত চারটি ম্যাচ খেলার পরে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই সিরিজ হারের ভয় নেই। এবার সেই সফরের আগে আরেকটি সুসংবাদ পেলো ভারত।

ইংল্যান্ডের আগ্রাসী ফাস্ট বোলার জোফ্রা আর্চার কুঁচকিতে চোটের কারণে গোটা মরশুমের জন্যই দল থেকে বাদ পড়েছেন এবং জুলাইয়ে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটিতে মাঠে নামতে পারছেন না ব্রিটিশ তারকা। বৃহস্পতিবার অফিসিয়াল ঘোষণা করে এই তথ্য জানিয়েছে ইসিবি। তাদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ইংল্যান্ড ও সাসেক্সের ফাস্ট বোলার জোফরা আর্চারের পিঠে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। যার জন্য তিনি মরশুমের বাকি ম্যাচগুলি থেকে বাদ পড়তে চলেছেন।”

archer

২৭ বছর বয়সী পেসার গত বছরের মার্চে এই ভারতের বিরুদ্ধেই তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচটিতে মাঠে নেমেছিলেন, তার কনুইয়ে একটি অস্ত্রোপচার করতে হয়েছিল। এরপর সুস্থ হয়ে তিনি সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। এভাবেই আস্তে আস্তে জাতীয় দলে প্রত্যাবর্তনের কথা ছিল তার। কিন্তু এই চোট নতুন করে ভোগাবে তাকে। ইংল্যান্ডের হয়ে তিনটি ফরম্যাট মিলিয়ে ৪২ টি আন্তর্জাতিক ম্যাচ ৮৬ টি উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৯ই জুন দিল্লিতে শুরু হবে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কটক, বিশাখাপত্তনম, রাজকোট ও বেঙ্গালুরুতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য
ভারতীয় স্কোয়াড নির্বাচিত হবে ২২শে মে। সেই সিরিজে উমরান মালিক মহসিন খানের মতো তরুণ তারকাদের ভারতীয় জার্সিতে দেখার সুযোগ হতে পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর