আবর্জনাস্তুপে পড়ে থাকা কন্যা সন্তানকে দত্তক নিয়ে নজির সাংবাদিক দম্পতির

 

বাংলা হান্ট ডেস্ক : মেরা ভারত মহান। ভারতবর্ষ আজও আবেগের দেশ,মায়া মমতায় ভরা দেশ।তবে কন্যা ভ্রূণ হত্যা বা জন্মের পর কন্যা সন্তানকে ফেলে দেওয়ার ঘটনা একবিংশ শতাব্দীতেও ঘটে থাকে এ দেশে। কিছুদিন আগেই রাজস্থানের নাগৌর এলাকার এক আবর্জনাস্তুপে নবজাতক কন্যা সন্তানের পড়ে থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তার পর সেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রশাসন। সেই পরিত্যক্ত কন্যা শিশুটিকে সম্প্রতি দত্তক নিলেন রাজস্থানের এক দম্পতি নাম সিনোদ কাপড়ি ও সাক্ষী যোশী।

 

প্রসঙ্গত পরিত্যক্ত ওই কন্যাশিশুকে পিহু বলে ডাকছেন তাঁরা। পিহুকে দত্তক নেওয়ার খবর ইতিমধ্যেই টুইটারে ছবি দিয়ে জানিয়েছেন সাক্ষী।

8a8c1 img 20190617 wa0034

শিশুটি বর্তমানে রাজস্থানের জেএলএন হাসপাতালে চিকিৎসাধীন।তবে তাদের দত্তক নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। পিহু এখন ভাল আছে বলে জানিয়েছেন পিহুর বাবা মা।

 

সম্পর্কিত খবর