জঙ্গলরাজ! বাড়িতে ঢুকে গুলি করে খুন, নৃশংস ভাবে হত্যা সাংবাদিককে, প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা

বাংলা হান্ট ডেস্ক : সাংবাদিক খুনের (Journalists Murder in Bihar) ঘটনায় পুলিসের জালে ধরা পড়ল চার জন। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের। শুক্রবার বিহারের (Bihar) আরারিয়া জেলায় খুন হন এক সাংবাদিক। কয়েকজন দুষ্কৃতী ভোরবেলায় তাঁর বাড়িতে চড়াও হয় এবং সরাসরি তাঁর বুক লক্ষ্য করে গুলি চালায়।

অতর্কিত ওই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে যায়। গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও (Nitish Kumar) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

Untitled design 2022 08 12T131210.234

বিমল যাদব নামক ওই সাংবাদিক একটি নামকরা সংবাদমাধ্যমে কাজ করতেন। শুক্রবার রানিগঞ্জে তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা করে দুষ্কৃতীরা। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে কড়া নাড়ে এবং নাম ধরে ডাকাডাকি করে। ওই সাংবাদিক দরজা খুলতেই দুষ্কৃতীরা তাঁর বুক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

এ দিন সকালে পুলিসের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন খুনে জড়িত। আরও দুই অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে, ২০১৯ সালে বিমল যাদবের ভাইকেও খুন করেছিল অভিযুক্তরা। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিল বিমল। তাঁকে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছেন মৃত সাংবাদিকের বাবা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘এভাবে কী করে একজন সাংবাদিক খুন হয়ে গেল? আমি আধিকারিকদের অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছি।’ লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেই দোষারোপ করেন।

আরও পড়ুন : ‘নাসিম ভালো ছেলে, ওকে…’, একি বলে বসলেন যাদবপুর কাণ্ডে গ্রেফতার হওয়া ছাত্রের পরিবার, অবাক পুলিসও

বিহারের একটি হিন্দি দৈনিকের সাংবাদিক ছিলেন বিমল কুমার। আরারিয়ার পুলিস সুপার অশোক কুমার সিং জানান, খুনীদের ধরতে পুলিসের একটি কুকুরের দলকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তরা খুব শীঘ্রই ধরা পড়বে বলেও আশ্বাস দেন তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর