দীর্ঘদিনের কেরিয়ারে ইতি, হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন যুগল হংসরাজ

বাংলাহান্ট ডেস্ক : অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। দর্শকদের মন জিতে নিয়েছিলেন শিশু শিল্পী হিসাবে। তাঁকে প্রথম দেখা গেছিল শেখর কাপুরের মত বলিউড (Bollywood)  পরিচালকের ‘মাসুম’ ছবিতে। তাঁর ঝুলিতে রয়েছে ‘কর্ম’ , ‘ সলতনত’ এর মত ছবিগুলি। তরুণ বয়সেও তিনি দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি। কিন্তু হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন যুগল হংসরাজ (Jugal Hansraj)।

শাহরুখের মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করেও বলিউড জগতে নিজের মাটি শক্ত করতে পারেননি ‘মহব্বতে’ ছবির অভিনেতা যুগল হংসরাজ। তরুণ বয়সে তাঁর অভিনীত প্রথম ছবি ‘ আ গলে লাগ যা’। এরপর তাঁকে দেখা গেছে ‘মহব্বাতে’ এবং ‘কভি খুশি কভি গাম’ এর মত ছবিতেও। তা সত্ত্বেও হয়ে উঠতে পারলেন না সফল অভিনেতা।

jugal hansraj

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অতীত জীবন নিয়ে কথা বললেন যুগল হংসরাজ। অভিনেতার কথায়, ‘আমি কখনই এ কথা অস্বীকার করতে পারি না যে আমাকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নিজের ছবির ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারতাম না। সকলে যে আমার সমালোচনা করেই থেমে যেত এমনটাও নয়। আমাকে অনেকেই ব্যক্তিগত আক্রমণও করত’।

অভিনেতার সংযোজন, ‘একটা সময় সকলেই আমাকে দেখলে ‘অপয়া’ বলতো। এমনকি ছবির কাজ শুরু হওয়ার আগেই প্রযোজকদের কাছে শুনতে হতো কটাক্ষ। ব্যর্থতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল একগুচ্ছ ছবি’। যদিও একটা সময় এই সবকিছুই গা সওয়া হয়ে গেছিল অভিনেতার। সে কথাও নিজেই জানিয়েছেন তিনি।

jugal hansraj

বর্তমানে একাধিক প্রজেক্টে কাজ করছেন যুগল হংসরাজ। এই অভিনেতাকে শেষ বার দেখা গিয়েছে ‘ শিব শাস্ত্রী বালবোয়া’ ছবিতে। জানা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘এনআরআই ওয়াইভস’ এ।

Avatar
additiya

সম্পর্কিত খবর