বিচারপতি সিনহাকে ডেকে অভিষেক সম্পর্কে কী বলেছিলেন বিচারপতি সেন? ঘটনা জানালেন জাস্টিস গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মেডিকেলে (MBBS Admision Scam) ভর্তি মামলা দিয়ে দুই বিচারপতির সংঘাতের নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা রাজ্য। এমবিবিএসে ভর্তিতে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। জানা যায়, কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশের ওপর মৌখিক স্থগিতাদেশ জারি করেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen)। আর এই নিয়েই বেনজির সংঘাতে জড়িয়ে পড়েন দুই বিচারপতি।

মামলায় শুনানিতে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। বিচারপতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার কথা তোলেন। অভিষেককে নিয়ে হাইকোর্টের ওপর এক বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে বিচারপতি সেন কি বলেছিলেন সেই ঘটনাও বিস্তারিত জানান।

সেই ঘটনার কথা উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশনামায় লিখেছিলেন, বড়দিনের ছুটির আগে শেষ যে দিন আদালতের কাজ হয়, সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে বিচারপতি সেন বিচারপতি সিনহাকে কিছুটা রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়ে বলেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যত রয়েছে। তাই তাকে বিরক্ত করা চলবে না না।

শুধু তাই নয়, বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করার পাশাপাশি তার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে ২টি মামলা রয়েছে তা খারিজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান যে বিচারপতি সিনহাই তাকে এই বিষয়ে সবটা জানিয়েছেন।

বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি গাঙ্গুলি। তিনি বলেন, ‘বিচারপতি সিনহা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। আমি বিচারপতি সিনহার থেকে এটা জানতে পেরেছি।’

এরপরই বিচারপতি সৌমেন সেনকে বিচারপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এর প্রেক্ষিতে পাল্টা কোনও মন্তব্য করতে চাননি বিচারপতি সেন। তবে ইতিমধ্যেই এই দুই বিচারপতির সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে।

justice ganguly justice sen

আরও পড়ুন: ‘আমি ডাকু নই’! বললেন শঙ্কর, জ্যোতিপ্ৰিয়র চিঠির ‘ডাকু’ তবে কে? এবার প্রমাণ সমেত জানাল ED

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। আজ শনিবার এই নিয়ে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। বিচারপতি সেন বনাম বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্যুতে দু’তরফেরই বিচারপ্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতের জেরে মেডিকেলে ভর্তি মামলা সংক্রান্ত সব বিচারপ্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি স্থগিত করা হয়েছে সিবিআই তদন্তও। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। তার আগে পর্যন্ত সমস্ত পক্রিয়া স্থগিত থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর