“মেরুদণ্ডটা এইরকমই সোজা রেখো”…প্রেরণাকে ফোন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষা দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার পরেই উচ্চমাধ্যমিকের চতুর্থ স্থানাধিকারী প্রেরণা পাল ভাইরাল। গাইঘাটার এই ছাত্রী বলেছিলেন, ‘এই দুর্নীতিতে ভরা বাংলা আমার রাজ্য নয়।’ আর তারপরেই প্রেরণার মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্যজুড়ে। এবার সেই প্রেরণাকেই ফোন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি হাইকোর্টের অন্যান্য আইনজীবীদের থেকে প্রেরণার বাবা তথা গাইঘাটা ইছাপুর হাইস্কুলেরই প্রধান শিক্ষক অশোক পালের নম্বর নেন। তারপরেই প্রেরণার সাথে কথা হয় তার। উচ্চমাধ্যমিকের এই কৃতী জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেছেন, মেরুদণ্ডটা এইরকমই সোজা রেখো।

প্রেরণা বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনি ব্যবস্থার মধ্যে থেকে দুর্নীতিকে পর্যবেক্ষণ করছেন। তিনি যা বলেন বা নির্দেশ দেন সেগুলি এই সমাজব্যবস্থার জন্য মঙ্গলের। আমি তাঁর ফোন পেয়ে আপ্লুত। ভাবতেই পারছি না এমন একজন মানুষ আমার সঙ্গে কথা বলেছেন।’ আসন্ন ভবিষ্যতের জন্যে বিচারপতি তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করে প্রেরণা।

IMG 20220604 111535

প্রেরণার বক্তব্য শুনে কেউ বলেছেন, স্কুল পড়ুয়াদের এসব নিয়ে এত কথা বলার কী আছে? আবার কেউ বলেছেন, পড়ুয়াদের অভিমত থাকবেই। এই অবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর এই কৃতী বলেছেন, ‘এখন আর কোনও কটূ কথা, সমালোচনা, নোংরা মন্তব্য গায়ে লাগছে না। মনে হচ্ছে, সত্যিটা বললে তো এরকম হবেই।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর