পূর্ব মেদিনীপুরে শেষ, শুরুও কী ওখান থেকেই? জানুন, শেষ এজলাসে কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টে আজই শেষ দিন ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামীকাল বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি। শেষবারের মতো আজ দুপুর ২টো ৪৭ মিনিটে এজলাস ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির শেষ মামলার শুনানিতে উঠে এল সেই পূর্ব মেদিনীপুর।

বিচারক গঙ্গোপাধ্যায়ের শুনানি শুনে তাই ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনে লড়াই করতে পারেন বলে জানা যাচ্ছে। আর সব থেকে বড় কথা এই জেলা থেকেই তিনি হয়ত প্রার্থী হতে চলেছেন। আজকের শুনানিতে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুরোধ করলেন পূর্ব মেদিনীপুর জেলার বিচারককে বরখাস্তের।

আরোও পড়ুন : কালকেই পদত্যাগ ‘গরীবের ভগবানের’! খবর প্রকাশ্যে আসতেই হতাশ চাকরিপ্রার্থীরা, দিলেন বড় বয়ান

বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতিকে রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘হাই কোর্টের ভিজিল্যান্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে। আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করব।’’

আরোও পড়ুন : আর চলবে না ৫ টাকার কয়েন! বড়সড় সিদ্ধান্তের পথে RBI, খুচরো থাকলে দেখুন কী করতে হবে

পাশাপাশি এও তিনি বলেন, রিপোর্ট যদি সত্য প্রমাণিত হয় তাহলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত। রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী মঙ্গলবার বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন। ‘বৃহত্তর ক্ষেত্রে’ কাজ করার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন। 

Justice Ganguly again took big action this time

তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে ‘বৃহত্তর ক্ষেত্র’ বলতে কি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে নামার কথা বলতে চাইছেন? বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান এই বিষয়ে মঙ্গলবার স্পষ্ট ভাবে উত্তর দেবেন। তৃণমূলে কখনোই তিনি যেতে চান না, অন্য দল তাঁকে প্রার্থী করতে চাইলে তিনি ভেবে দেখবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর