‘মমতা-অভিষেক সব জানে’, ইডির চাপে মুখ খুলে শুক্রের সকালে হাঁড়ি ফাটালেন জ্যোতিপ্রিয়

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ করলেন রেশন দুর্নীতি-কাণ্ডে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

তাঁকে ফাঁসানো হয়েছে, এর পিছনে বিজেপির (BJP) হাত রয়েছে বলে দাবি করলেন জ্যোতিপ্রিয়। এরই পাশাপাশি তিনি যে দলেরই সঙ্গে রয়েছেন তা স্পষ্ট করলেন এদিন। সেই সঙ্গে তিনি যে নির্দোষ, তা মমতা-অভিষেক জানেন বলেও দাবি তাঁর।

শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। তখনই সংবাদমাধ্যমের সামনে রাজ্যের মন্ত্রী বলেন, ‘আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতা দি-অভিষেক (Mamata Banerjee) (Abhishek Banerjee) সব জানে।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘আমি দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকব।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, দ্বাদশীর সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি (ED) হানা দিতেই টানটান নাটক শুরু হয় রাজ্য-রাজনীতিতে। সাংবাদিক বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘বালুর সুগার রয়েছে। ও যদি মারা যায় বিজেপি (BJP) এবং ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।’ সেই সঙ্গে বালু যে নির্দোষ, তেমনটাই দাবি করেন মমতা।

jyotipriya ed

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের সময় তড়িঘড়ি তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে বরখাস্ত করেছিল দল। সেই সঙ্গে তাঁর মন্ত্রিত্বও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু জ্যোতিপ্রিয়র সময় এখনও পর্যন্ত তেমন কিছু করা হয়নি। দল যে তাঁর পাশেই রয়েছে এমনটাই বার্তা দিয়েছেন খোদ তৃণমূল (TMC) সুপ্রিমো। আর এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, তিনি যে নির্দোষ তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর