ডাক পেতেই অভিমান গলে জল, ১৩ বছর পর আবার বাংলাদেশ যাচ্ছেন কবীর সুমন

বাংলাহান্ট ডেস্ক: অভিমান মিটেছে। পুরনো কথা আর মনে রাখতে চান না কবীর সুমন (Kabir Suman)। দীর্ঘ ১৩ বছর পর তাই আবারো বাংলাদেশ যাচ্ছেন সঙ্গীতশিল্পী। ওপার বাংলা আবারো শুনতে পাবে তাঁর লাইভ অনুষ্ঠান। অভিমানের প্রাচীর ভেঙে গানের সুরে দুই বাংলাকে এক করার সিদ্ধান্ত নিয়েছেন কবীর সুমন।

কী হয়েছিল ১৩ বছর আগে যার জন‍্য এতদিন অভিমানে মুখ ফুলিয়ে ছিলেন সুমন? সেই ২০০৯ সালে ঢাকায় গিয়েছিলেন তিনি। বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমিতে গান গাইতে গেয়েছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু গান গাওয়ার ঠিক আগের মুহূর্তেই তাঁকে বাধা দেওয়া হয়।

kabir suman singer
অনুষ্ঠান বাতিল করে দেশে ফিরে এসেছিলেন সুমন। এর মধ‍্যে আর তিনি বাংলাদেশ যাওয়ার নাম করেননি। যদিও বাংলাদেশি সিনেমায় গান গেয়েছেন। তাঁর সুরে ওপার বাংলার শিল্পীরাও গেয়েছেন। কিন্তু তিনি নিজে বাংলাদেশ আসেননি। আসার আমন্ত্রণও নাকি পাননি। তাই ঠিক করেছিলেন যে আর কখনো বাংলাদেশ আসবেন না।

কিন্তু ‘তোমাকে চাই’ এর ৩০ বছরের উদযাপনে যখন তাঁকে আমন্ত্রণ জানানো হল তখন আর না করতে পারেননি কবীর সুমন। ‘তোমাকে চাই’ জনপ্রিয়তার শীর্ষে তুলেছিল সঙ্গীতশিল্পীকে। ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’ গানটি অ্যালবাম আকারে মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।

জানা যাচ্ছে, আগামী ১৫, ১৮ এবং ২১ অক্টোবর তিন দিনের অনুষ্ঠান হবে বাংলাদেশে। তোমাকে চাই এর ৩০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হবে অনুষ্ঠান। প্রথম দিন আধুনিক বাংলা গান গাইবেন সুমন। দ্বিতীয় দিনে গাইবেন আধুনিক বাংলা খেয়াল এবং তৃতীয় দিনে ফের আধুনিক বাংলা গান।

অনুষ্ঠানের সরকারি অনুমতি পাওয়ার জন‍্য আবেদন করা হয়েছে। টিকিটের ব‍্যবস্থা থাকবে বলে জানান অনুষ্ঠানের আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান। টিকিট কেটে শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তবে এখনো টিকিটের দাম নির্ধারণ করা হয়নি বলেই জানান অনুষ্ঠানের আয়োজক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর