ভাগ‍্যিস পরমেশ্বর সুন্দরী মেয়েদের সৃষ্টি করেছিলেন, ওদের জন‍্যই বেঁচে আছি: কবীর সুমন

বাংলাহান্ট ডেস্ক: বছর ১৩ পর ফের বাংলাদেশে কবীর সুমন (Kabir Suman)। মান অভিমানের পর্ব মিটিয়ে তিন দিনের সঙ্গীতানুষ্ঠান করছেন তিনি। ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে গানের অনুষ্ঠান হচ্ছে সুমনের। ১৫ এবং ১৮ অক্টোবর অনুষ্ঠান হয়ে গিয়েছে। আগামী ফের ২১ অক্টোবর অনুষ্ঠান রয়েছে তাঁর।

প্রথম দিনে আধুনিক বাংলা গান গেয়েছেন কবীর সুমন। দ্বিতীয় দিন ছিল আধুনিক বাংলা খেয়াল এবং শেষ দিনে ফের আধুনিক বাংলা খেয়াল গাওয়ার কথা ছিল তাঁর। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত হয়েছে অনুষ্ঠান। মঙ্গলবারও অডিটোরিয়াম ছিল শ্রোতায় পূর্ণ।

Kabir suman 2
এদিন সুমন বলেন, বাংলা ভাষার খেয়ালের জন‍্য বেঁচে আছেন তিনি। তাঁর বাবা মৃত‍্যুর আগে বলে গিয়েছিলেন, বাংলা ভাষায় খেয়াল গাইতে। গানের কথা ও গঠনে কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি। ছোট থেকেই আধুনিক বাংলা গান শুনে বড় হয়ে উঠেছেন তিনি। এখনো যদি তাঁকে বলা হয়, টানা কয়েকদিন ধরে বাংলা আধুনিক গান গেয়ে দিতে পারবেন।

সঙ্গে সঙ্গীতশিল্পী আরো বলেন, সুন্দরী মেয়েদের খুব ভাল লাগে। ভাগ‍্যিস পরমেশ্বর সুন্দর মেয়েদের সৃষ্টি করেছিলেন। তাই তাঁর বাঁচার ইচ্ছাটা এখনো মরে যায়নি। তাছাড়া বাইরের দিকে তাকালে এখনো দেখেন কাক ডাকছে, চড়ুই লাফালাফি করছে। এ জন‍্যই বেঁচে আছেন।

প্রসঙ্গত, প্রথমে ঠিক হয়েছিল তোমাকে চাই এর ৩০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হবে অনুষ্ঠান। সেই মতো অনুষ্ঠানের সরকারি অনুমতি পাওয়ার জন‍্য আবেদন করা হয়েছিল। টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ঢাকা মহানগর পুলিসের তরফে মেলেনি অনুমতি।

কেন? পুলিসের তরফে জানানো হয়েছে, জাদুঘরের মতো কি পয়েন্ট ইনস্টলেশনে অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে অনুষ্ঠান বন্ধ হয়নি। জাদুঘরের বদলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় কবীর সুমনেরের গানের অনুষ্ঠানের। সেই মতো গত শনিবার গানের অনুষ্ঠানও শুরু করে দেন কবীর সুমন। আগামী ২১ অক্টোবর শেষ হবে অনুষ্ঠান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর