‘কাঁচা বাদাম’ গাওয়ার অধিকার হারিয়েছেন, নিজের লাখ টাকার বাড়িতে ফিরে নতুন গান গাইলেন ভুবন

বাংলাহান্ট ডেস্ক: কাউকে রাতারাতি ভাইরাল করে দেওয়া আবার খ্যাতির চূড়া থেকে তাকে টেনে নামানো, এসবই নেটিজেনদের বাঁ হাতের খেল। একটি মাত্র ভিডিওর দৌলতেই যে কেউ জিরো থেকে হিরো হয়ে উঠতে পারে। এমনি একজন হলেন ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar)। দুবরাজপুরের অতি সাধারণ এক বাদাম বিক্রেতা একটি গান, একটি ভিডিওর দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে যান। আবার তিনিই এখন অর্থ, খ্যাতি সব খুইয়ে এসে ঠেকেছেন তলানিতে।

একটি বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন ভুবন। বিক্রিবাটা বাড়ানোর উদ্দেশেই নিজে বেঁধেছিলেন ‘কাঁচা বাদাম’ গান। দেখতে দেখতে সেই গান ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভুবন হয়ে ওঠেন সেলিব্রিটি। গোটা দেশে তো বটেই, বিদেশেও তাঁর গানের তালে নাচতে দেখা যায় অনেককে।

bhuban badyakar

তারপরের ঘটনা সকলেরই জানা। জনপ্রিয়তার স্বাদ পেতেই পরিচিতি বাড়ে ভুবনের। সঙ্গে ঘরে আসে লক্ষ্মী। লাখ লাখ টাকা খরচ করে একটা সুদৃশ্য অট্টালিকা তৈরি করেন ভুবন। কেনেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। কিন্তু তারপরেই হঠাৎ বদলে যায় পরিস্থিতি। পাড়ায় চাঁদার জুলুমের ঠেলায় নিজের বাড়ি ছেড়েই পালান ভুবন।

উপরন্তু হাতছাড়া হয় নিজেরই গাওয়া ‘কাঁচা বাদাম’ এর কপিরাইট। এখন ভুবনের খ্যাতি অস্তমিত। শোতে ডাকা তো দূরের কথা, বাড়িতেও আর ইউটিউবারদের দেখা মেলে না তাঁর। অবশ্য ভুবনের নিজেরই একটি ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু সেখানে আর ভিডিও পোস্ট করতে দেখা যায় না তাঁকে। গানও গাওয়া এক রকম ছেড়েই দিয়েছেন ভুবন।

তবে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন ভুবন। সেখানেই অনেকদিন পর তাঁর কণ্ঠে শোনা গেল গান। তবে কাঁচা বাদাম নয়, লোকসঙ্গীত গাইতে শোনা গেল তাঁকে। কয়েক মাস আগেই নিজের বাড়িতে ফিরেছেন ভুবন। সেই বাড়িতে বসেই গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, মাঝে কিছুদিন নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ভুবন বাদ্যকর। ভাড়াবাড়ি ছেড়ে দুবরাজপুরে নিজের বাড়িতে ফিরেছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে কাঁদো কাঁদো ভুবন বলেনছিলে, তিনি হয়তো আর কোনোদিনই কাঁচা বাদাম গাইতে পারবেন না। গান গাওয়ার ইচ্ছা তাঁর আগেও ছিল। এখনো আছে। যদি ঈশ্বরের করুণা হয় তাহলে আবার আগের মতো খ্যাতি পাবেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর