ছেলে হলে ৫০০, মেয়ে হলে ৩০০ টাকা! তোলাবাজির অভিযোগ কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষার পাশাপাশি সাম্প্রতিক কালে রাজ্যের বুকে স্বাস্থ্য সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে আর এবার বর্ধমানের কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ এলো সামনে, যা নিয়ে রীতিমতো উত্তেজনা বেঁধেছে গোটা এলাকায়। পুত্র সন্তান বাবদ 500 টাকা এবং কন্যা সন্তানের পিছনে 300 টাকা করে ‘তোলাবাজি’র অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রসব করতে আসা একাধিক পরিবারের তরফ থেকে হাসপাতালটির লেবার রুমের ওয়ার্ড মহিলাদের বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে। এমনকি, কেউ টাকা দিতে না চাইলে তাকে জোর পর্যন্ত করা হয় বলে দাবি।

জানা গিয়েছে, কালনার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সাম্প্রতিককালে কোন পরিবার প্রসব করাতে আসলেই তাদের কাছ থেকে টাকা চেয়ে বসে ওয়ার্ড গার্লরা। এক্ষেত্রে আবার লিঙ্গভেদে টাকার পরিমাণ আলাদা রেখেছে তারা! কন্যা সন্তান হলে তাদের কাছ থেকে 300 টাকা এবং পুত্র সন্তান হলে 500 টাকা করে চাওয়ার অভিযোগ আনা হয়েছে। এমনকি, সেই টাকা না মেটালে জোর পর্যন্ত করে তারা।

এক্ষেত্রে, প্রধানত গরিব পরিবারের লোকজনরাই হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। স্বভাবতই, একটি দরিদ্র পরিবারের কাছে 500 টাকার মতো অর্থ চাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। একটি সরকারি হাসপাতালে কিভাবে প্রসূতির পরিবারের কাছ থেকে টাকা চাওয়া যায়, এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

jpg 20220620 190600 0000

এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তাদের কাছে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। বর্তমানে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুব্রত সামন্ত জানান, “এতদিন পর্যন্ত কোন রোগী কিংবা তার পরিবার এই সম্পর্কে আমাদের কাছে অভিযোগ জানাননি। এই প্রথম আমি অভিযোগটি শুনতে পেলাম। তবে কোনরকম লিখিত অভিযোগ পাওয়া গেলে হাসপাতালের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর