বিজেপির হাত পা ভেঙে দিন, নইলে ডুবে মরুন! দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে প্রাক পর্ব থেকেই তৃণমূল বনাম বিজেপির মহাযুদ্ধ চলছে পশ্চিমবঙ্গে। বার বার তৃণমূলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে চলেছেন বিজেপি নেতৃত্বরা, বিশেষ করে দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে এ বার বিজেপিকে পাল্টা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থক এবং নেতা নেত্রীদের উদ্দেশে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মারের বদলে মারের দাওয়াই দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।18metkalyan

শনিবার জাঙ্গিপাড়ায় একটি জনসভায় বিজেপি যদি আপনার হাত ভাঙে তা হলে আপনারাও বিজেপির হাত পা ভেঙে দিন, যদি না পারেন তাহলে জলে ডুবে মারুন ঠিক এই ভাষাতেই তৃণমূল নেতৃত্বদের উপদেশ দিলেন কল্যাণ। যদিও বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে শনিবার জাঙ্গিপাড়ায় শাসন চলাকালীন এক পঞ্চায়েত সদস্যকে মঞ্চে ডেকে তিনি ভয় পাচ্ছেন কি না তা জিজ্ঞাসা করেন, তার পর ভয় পেলে তাঁকে ঝড়ে ডুবে মরার উপদেশ দেন আর না পারলে ঘরে চলে যেতে পারেন।

তৃণমূল নেতাদের সক্রিয় মনোভাব জাগাতে জো ডর গয়া ও মর গয়া ঠিক এই ভাষাতেই মন্তব্য করে বসেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভূয়সী প্রশংসা করে তাঁর নাম নিয়ে তৃণমূল হিমালয় পেরিয়ে যেতে পারে, তাই বিজেপি তো কোন ছার, তাই সময় এলেই জবাব পাবে বিজেপি। এমনটাই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর দিলীপ ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের নাম না করে মানুষ ওদের সঙ্গে নেই বলেন, পাশাপাশি কল্যাণবাবুর নাম না করে তিনি বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বুঝতে পারেননি বলে জানান দিলীপ।

সম্পর্কিত খবর