রাজা রামমোহন রায়কে চিনতে পারল না তৃণমূল! ভুলে বঙ্কিম চন্দ্রের গলায় দিল মালা

বাংলা হান্ট ডেস্কঃ রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy) আর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee)। একজন নবজাগরণের আদি পুরুষ। অপরজন উনিশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক। এই দুজনের ছবি পাশাপাশি রাখলে একটি বাচ্চাও তাদের আদলা করে চিহ্নিত করতে পারবে। তবে যে পারল না সে হল তৃণমূল (Trinamool)। কল্যাণীতে (Kalyani) ফের মনীষীদের চিনতে ভুল করল তৃণমূল কাউন্সিলর নেতৃত্ব।

এক মনীষীর জন্মদিনে ভুলে অন্য মনীষীর গলায় মালা দিল তৃণমূল কাউন্সিলর। তাকেই অনুসরণ করলেন দলের অন্যান্যরা। গতকাল ছিল বীর রাজা রামমোহন রায়ের জন্মদিন। কিন্তু জন্ম দিবসে রাজা রামমোহন রায়ের জন্মদিনে গলায় মালা দিতে গিয়ে মালা দিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গলায়। লজ্জাজনক এই ঘটনাটি ঘটে কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে ওই ওয়ার্ডের এক সমাজসেবী যুবক কৃষ্ণা মাহাতো দশটা বেজে গেলেও রাজা রামমোহন রায়ের জন্মদিনে তার প্রতিকৃতি মূর্তিতে কেউ মালা দেয়নি দেখে দুধ দিয়ে তার প্রতিকৃতি মূর্তি স্নান করিয়ে সেখানে মাল্য দান করেন। তবে অদ্ভুত ভাবে দেখা গেল ঠিক তার ঢিল ছোড়া দূরত্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি রাজা রামমোহন রায়ের মূর্তি মনে করে তাতে মাল্যদান করলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস এবং তার ওয়ার্ড সেক্রেটারি লক্ষীকান্ত রায়। যিনি পেশায় শিক্ষক এবং চিকিৎসক বটে।

এই ঘটনা জানাজানি হতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে সময় ব্যয় করেনি বিরোধী বিজেপি কংগ্রেস ও সিপিএম। এক কথায় বিরোধীদের বক্তব্য এটাই এ রাজ্যে স্বাভাবিক ভাগ্যিস মানানিয়ার গলায় মালা দেয়নি তার কর্মীরা। কারণ যে রাজ্যে মনীষীদের জন্ম বা মৃত্যুর দিনে অনুষ্ঠান করতে গিয়ে ব্যানারে বড় আকারে মানানীয়ার ছবি থাকে আর তার নিচে ছোট্ট করে পায়ের সামনে জায়গা পায় মনীষীদের ছবি সেই রাজ্যে মানানিয়ার কর্মীরা তো এটা করবেই আর এটাই স্বাভাবিক।

tmc councillor

তবে লজ্জাজনক এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এরকম বহু মনীষীদের নিয়ে এই একই ঘটনা ঘটিয়েছে তৃণমূল নেতৃত্বরা। অভিযোগ কংগ্রেস সিপিএম এবং বিজেপির। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে ভুল স্বীকার করে নেয় ওই কাউন্সিলর এবং ওয়ার্ড সেক্রেটারি। পরবর্তীতে আর এরম ভুল হবে না বলেও আশ্বাস দেন তারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর