নাইজেরিয়া থেকে দেহ ভেসে এসেছে উত্তরপ্রদেশের গঙ্গায়, ‘নাক গলিয়ে” বিপাকে কঙ্গনা

বাংলা হান্ট ডেস্কঃ পরপর বিতর্কিত মন্তব্য করার কারণেই টুইটার থেকে সারা জীবনের জন্য ব্যান করা হয়েছে তাকে। তারপর থেকে ইনস্টাগ্রামকেই নিজের মতামত প্রকাশের জায়গা হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন ফের একবার আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড কুইন। করোনা ভাইরাসের প্রভাব মারাত্মক হয়ে উঠেছে দেশে। সংক্রমণ এবং মৃত্যুর পরিমাণ এতটাই যে মৃতদেহের সৎকার জন্য তৈরি হয়েছে সমস্যা। পূর্বাঞ্চলের বেশকিছু রাজ্যজুড়ে জলপ্রবাহকেই তাই একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছেন নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। মৃত্যুর পর আদি প্রথা মেনে অনেকেই লাশ ভাসিয়ে দিচ্ছেন গঙ্গা অথবা যমুনায়। কার্যত শবাগারে পরিণত হয়েছে গঙ্গা। রোজই এই খবর যখন উঠে আসছে সংবাদমাধ্যমে। তখন এই নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কঙ্গনা। তার মতে মৃতদেহগুলি আসলে নাইজেরিয়ার। কারণ নদীটি গঙ্গা নয় বরং নাইজেরিয়ার কোন নদী।

এরইমধ্যে এই ঘটনার একাধিক গ্রাউন্ড রিপোর্ট প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। জানা গিয়েছে কাঠের দাম দ্বিগুণ হয়ে যাওয়া, সরকারি সাহায্য না পাওয়া এবং করোনার আতঙ্ক এই তিন কারণেই মূলত গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন একাধিক মানুষ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গতি নেই সৎকার্যের। অন্যদিকে শ্মশানে জায়গা না মেলায় অনেকক্ষেত্রে লাশ পোড়ানো হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলেও। কিন্তু যাদের সেই সংগতিও নেই বাধ্য হয়ে তারাই করোনায় মৃত আত্মীয়-পরিজনদের লাশ ভাসিয়ে দিচ্ছেন গঙ্গায়।

কিন্তু এই একাধিক গ্রাউন্ড রিপোর্টকে কার্যত উপেক্ষা করে এদিন তার ইনস্টাগ্রাম ভিডিওতে কঙ্গনা বলেন, “বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেশ এখন নানা বিষয়ের সঙ্গে লড়াই করছে। তা দুই দেশের মধ্যে লড়াই হোক কিংবা করোনার সঙ্গে যুদ্ধই হোক। আমরা ইজরায়েলের থেকে কি শিখছি। মাত্র কয়েক লাখ মানুষ, কিন্তু কেউ যদি ওদের আক্রমণ করে তাহলে ওরা কড়া প্রতিবাদ করে। কি করে পারছেন ওরা? বিরোধী ওদের দেশে রয়েছে কিন্তু যুদ্ধের মাঝখানে উঠে তারা বলে না তুমি কোথায় স্ট্রাইক করেছো আমরা মানিনা, ওদের কোন নেতাকে মেরেছ আমরা মানি না। এটা আমাদের দেখা উচিত এবং শেখা উচিত। দেশে যুব্ধ আসুক কিম্বা মহামারী, কিছু লোক আছেন যারা সব সময় বাঁদর খেলা দেখার মত পাশে দাঁড়িয়ে খেলা দেখতে থাকেন। অপেক্ষা করেন এই দেশ কবে শেষ হবে সেই তামাশা দেখবেন বলে। করোনা কালেই দেখলাম, একজন বৃদ্ধা রাস্তায় অক্সিজেন মাক্স নিয়ে বসে রয়েছেন। আন্তর্জাতিক স্তরে সেই ছবি দেখানো হল সমালোচনা করা হলো কিন্তু জানা গেল আসলে সেটা এখনকার ছবি নয়। গতকাল দেখলাম একটি ছবি ভাইরাল হচ্ছে যে গঙ্গায় লাশ ভাসছে। কিন্তু জানা গেল ছবিটা এখানকারই নয় আসল নাইজেরিয়ার।”

এর আগে ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করতে গিয়ে বিতরকের মুখে পড়েছিলেন কঙ্গনা। তার ইসলামোফোবিক মানসিকতাকে রীতিমত সমালোচনা করেছিলেন সকলেই। ফের একবার এদিন ইজরায়েলের সমর্থনের কথা বলতে দেখা গেল এই বলিউড অভিনেত্রীকে। নিজের বক্তব্যে তিনি এও জানান সরকারকে আমি অনুরোধ করব প্রত্যেক যুবকের জন্য যেন ইজরায়েলের মতই মিলিটারিতে কিছু সময় কাটানো বাধ্যতামূলক হয়। তিনি নিজেও এ কাজ করতে ইচ্ছুক বলেও জানান তিনি। একদিকে যখন করোনায় জর্জরিত দেশ। অক্সিজেনের অভাব রীতিমতো মারাত্মক হয়ে উঠেছে দেশের বেশ কিছু রাজ্যে তখন কঙ্গনার নাইজেরিয়া সংক্রান্ত এই মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। টুইটারে অনেক নেটিজেন টুইট করেন ঘটনার আসল ভিডিও এবং ক্যাপশনে লেখেন, “পদ্মশ্রী কঙ্গনা রাওয়াতের মতে এই লোকগুলি আসলে নাইজেরিয়ান এবং তারা নাইজেরিয়াতে হিন্দিতে কথা বলে।”

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে গঙ্গার লাশ ভাসার ঘটনার কথা সাংবাদিকদের খুলে বলছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, আঙ্গুল দেখিয়ে জায়গাটির দিকে নির্দেশ করেছেন তিনি। এছাড়া কঙ্গনাকে নিয়ে একাধিক মিমে এই মুহূর্তে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। “কেউ কেউ ব্যঙ্গ করে এও বলেছেন যে ভারত থেকে গঙ্গা বেয়ে নাইজেরিয়ায় পৌঁছাবেন কঙ্গনা।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর