কঙ্গনাকে ছুঁড়ে ফেলল বলিউড, দেশ জুড়ে বিক্রি মাত্র ২০ টা টিকিট! আট দিনে আয় ৪ হাজার টাকা

বাংলাহান্ট ডেস্ক: যে থালায় খেতেন, সেই থালাতেই ফুটো করে এসেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বলিউডে (Bollywood) কাজ করেও সুযোগ পেতেই ইন্ডাস্ট্রিকেই বদনাম করেছেন বারংবার। এবার ফেরত পাওয়ার পালা অভিনেত্রীর। একটানা ছবি ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে তাঁর। সবথেকে খারাপ দশা ‘ধাকড়’ (Dhaakad) এর। ১০০ কোটি টাকা বাজেটের ছবি আট দিনে তুলতে পেরেছে মোটে ৩ কোটি!

কত আয় করেছে ধাকড়?

২০ মে মুক্তি পেয়েছে ‘ধাকড়’। প্রথম দিনেই ছবিটির ব‍্যর্থতার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কঙ্গনার দীর্ঘদিনের শ্রম, অর্থ সমস্ত জলাঞ্জলি দিয়ে মেগা ফ্লপ ঘোষিত হয়েছে ধাকড়। অষ্টম দিনে যে ছবি মাত্র ৪৪২০ টাকা আয় করে, তার থেকে আর কীই বা আশা করা যেতে পারে। বলিউডি সংবাদ মাধ‍্যমের প্রতিবেদন অনুসারে এদিন গোটা দেশে নাকি মাত্র ২০ টি টিকিট বিক্রি হয়েছে ধাকড় এর!

Dhaakad review 1200
লাভের মুখ দেখছেন না প্রযোজকরা

ছবিটি বানাতে খরচ হয়েছে আনুমানিক ৯০-১০০ কোটি টাকা। অথচ এক সপ্তাহে ধাকড় এর মোট আয় মাত্র ৩ কোটি টাকা। পরিস্থিতি এমনি হয়েছে যে OTT প্ল‍্যাটফর্ম এবং স‍্যাটেলাইট অর্থাৎ টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব পর্যন্ত বিক্রি হচ্ছে না ছবিটির।

বড়পর্দায় ধাকড় এর পরিণতি দেখে জেনেবুঝে ক্ষতি করতে রাজি নয় কোনো প্ল‍্যাটফর্মই। উপরন্তু ছবি মুক্তির আগে অতিরিক্ত লাভের আশায় স্বত্ব বিক্রি না করে কার্যত নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছেন নির্মাতারা।

কেন ব‍্যর্থ হল ধাকড়?

কঙ্গনার বহু প্রতীক্ষিত ছবি ধাকড়। ছবিটির জন‍্য অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন কঙ্গনা। এই প্রথম ভারতীয় সিনেমায় মহিলা কেন্দ্রিক অ্যাকশনের গল্প আসতে চলেছে বলে দাবি করেছিলেন তিনি। এজেন্ট অগ্নি হয়ে ওঠার জন‍্য অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেত্রী।

এমনকি ছবির প্রচারের জন‍্য বলিউড তারকাদের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। কিন্তু লাভ হয়নি। ফিল্ম সমালোচকদের দাবি, অনুমানযোগ‍্য গল্প আর কঙ্গনার মাঝারি মানের অভিনয়ের জন‍্যই মুখ থুবড়ে পড়েছে ধাকড়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর