ঘাড়ধাক্কা খাওয়ার পর রাজকীয় প্রত্যাবর্তন, দু বছর পর টুইটারে ফিরলেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: দু বছর পর অবশেষে প্রত্যাবর্তন। টুইটারে ফিরলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ২০২১ সালে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তাঁর টুইটার অ্যাকাউন্টটি। হিংসা ছড়ানোর অভিযোগে এবং টুইটারের নিয়ম ভাঙার অভিযোগে বয়কট করা হয়েছিল কঙ্গনাকে। কিন্তু এলন মাস্ক টুইটারের দখল নেওয়ার পর থেকেই অভিনেত্রীর কামব্যাক করার সম্ভাবনা প্রবল হয়েছিল। অবশেষে ফিরেও এলেন তিনি।

মঙ্গলবার হঠাৎ করেই টুইটারে সক্রিয় হয়ে উঠল কঙ্গনার অ্যাকাউন্ট। পরপর দুটি টুইটও করে ফেলেছেন অভিনেত্রী। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘অবশেষে ফিরতে পেরে ভাল লাগছে।’ এরপরেই আরো একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। তাঁর আগামী ছবি ‘এমার্জেন্সি’র শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। শুটিং শেষ হওয়ার কথা ঘোষনা করে কঙ্গনা আরো লিখেছেন, চলতি বছর ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি।

kangana

কঙ্গনাকে টুইটারে ফিরতে দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। কয়েকজন সেলিব্রিটিও কমেন্ট করে স্বাগত জানিয়েছেন অভিনেত্রীকে। অনেকে আবার মজা করে লিখেছেন, এতদিন মশলাটাই মিস করছিলাম। কঙ্গনা ফিরতেই নতুন কাণ্ড শুরু হবে এবার।

 

অনেকেই দাবি তুলছিলেন, কঙ্গনার সাসপেন্ড হওয়া টুইটার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিতে হবে। টুইটারের প্রাক্তন সিইও জ‍্যাক ডরসের সময়কালে হিংসা ছড়ানোর অভিযোগে চিরতরে টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন ‘কুইন’ অভিনেত্রী। কিন্তু এলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইটের দায়িত্ব নিয়ে পুরনো কর্তাদের সবাইকেই ছেঁটে ফেলেছিলেন।

বাক স্বাধীনতার প্রসঙ্গ টেনে কঙ্গনা এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাসপেন্ডেড টুইটার অ্যাকাউন্ট ফেরত আনার দাবি তোলা হচ্ছিল। টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর ইনস্টাগ্রামেই নিজের মতামত ব‍্যক্ত করতেন কঙ্গনা। বিভিন্ন বিষয়ে মন্তব‍্য করার জন‍্য ইনস্টাগ্রাম স্টোরিই হয়ে উঠেছিল তাঁর অস্ত্র। টুইটারে ফেরার খবরও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর