ভারত শুধু খান আর মুসলিম অভিনেত্রীদের ভালবাসে! ‘পাঠান’ নিয়ে ফের বোমা ফাটালেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: পাঠান (Pathan) তথা শাহরুখ খানের (Shahrukh Khan) বিরুদ্ধে আবারো তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। প্রথমে ছবির বক্স অফিস সংগ্রহের প্রশংসা করলেও পরের দিনই ভোল বদলে আসল রূপে ফেরেন অভিনেত্রী। ছবির নাম ‘পাঠান’ রাখা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি নির্মাতাদের। এবার ফের বলিউড সহ কিং খানকে একহাত নিলেন শাহরুখ।

সম্প্রতি এক প্রযোজক পাঠান ছবির প্রশংসা করে টুইটে লিখেছিলেন, ছবির সাফল্য দেখেই প্রমাণ হয়ে যায় যে হিন্দু মুসলিম দুই পক্ষই শাহরুখকে সমান ভালবাসে, বয়কট ট্রেন্ডের জেরে ছবির ক্ষতি নয়, বরং লাভই হয়। ইরোটিকা এবং ভাল গান ছবির সাফল্য আনে আর ভারত সত্যিই ধর্মনিরপেক্ষ।

kangana ranaut pathan

টুইটটি রিটুইট করে শ্লেষের সুরে কঙ্গনা লিখেছেন, ‘খুব ভাল পর্যবেক্ষণ। এই দেশ শুধু সমস্ত খানদেরই ভালবেসেছে। মুসলিম অভিনেত্রীদের চোখে হারায়। তাই ভারতকে ঘৃণা এবং ফ্যাসিজমের অভিযোগে অভিযুক্ত করা খুব অন্যায়। সারা বিশ্বে ভারতের মতো দেশ নেই।’

কিছুদিন আগেই একটি টুইটে ‘পাঠান’এর নাম উল্লেখ করেই তিনি লিখেছিলেন, ‘যারা দাবি করছেন, পাঠান হল ঘৃণার উপরে ভালবাসার জয়ের কাহিনি, আমি মেনে নিচ্ছি। কিন্তু কার ঘৃণার উপরে কার ভালবাসার জয়? কারা টিকিট কিনে ছবিটা সফল করছেন? হ‍্যাঁ এটা ভারতের ভালবাসা যেখানে আশি শতাংশেরও বেশি হিন্দু থাকে, সেখানে পাঠান নামের একটি ছবি সাফল‍্য পাচ্ছে। যেখানে শত্রু দেশ পাকিস্তান এবং আইসিসকে ভাল দেখানো হয়েছে।’

জোর গলায় তিনি দাবি করেছিলেন, ‘এটাই ভারত, ঘৃণার উপরে উঠে এই দেশ মহান। ভারতের ভালবাসাই ঘৃণা এবং তুচ্ছ রাজনীতির উপরে জয় পেয়েছে।’ এরপরেই কঙ্গনার হুঙ্কার, ‘পাঠান শুধু একটা ছবি। এখানে জয় শ্রী রাম ধ্বনিই চলবে।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর