বৃন্দাবনে বাঁকে বিহারী দর্শনে কঙ্গনা, গলায় পদ্মের মালা পরে দিলেন ‘রাধে রাধে’ জয়ধ্বনি

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তাঁর ধর্মপ্রাণ মানসিকতার কথা কেউই অস্বীকার করতে পারবে না। নিজের ব‍্যস্ত শিডিউল থেকে সময় পেলেই তীর্থে বেড়িয়ে পড়েন অভিনেত্রী। দেশের উত্তর থেকে দক্ষিণে ঘুরে ঘুরে দর্শন করেন বিভিন্ন মন্দির, তীর্থক্ষেত্র। এবার বৃন্দাবনের পথে রওনা হয়েছেন কঙ্গনা।

সোমবার বৃন্দাবনে পৌঁছান ‘কুইন’ অভিনেত্রী। প্রথমেই বাঁকে বিহারী জি মহারাজের দর্শন করেন তিনি। তারপর পৌঁছান মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানে। সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রী ও তাঁর পরিবারের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।

Kangana
সোমবার পরিবারের সদস‍্যদের সঙ্গে বাঁকে বিহারী দর্শনে পৌঁছেছিলেন কঙ্গনা। পুলিস সুরক্ষা নিয়েই এসেছিলেন তাঁরা‌। ভিআইপি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে পৌঁছান কঙ্গনা। তিনি আসবেন বলে মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সেবায়েতরা সমস্ত বিধি মেনে পুজো দেওয়ান কঙ্গনাকে।

kangana 1 1

‘রাধে রাধে’ গাইতে গাইতে মন্দিরে পৌঁছান অভিনেত্রী। গোলাপি ফ্লোরাল সালোয়ার কামিজে সেজেছিলেন তিনি। গলায় পরেছিলেন পদ্মফুলের মালা। পরিবারের সদস‍্যদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায় কঙ্গনাকে।

https://www.instagram.com/p/CislbSuMYnO/?igshid=YmMyMTA2M2Y=

গত বছরও বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে এসেছিলেন কঙ্গনা। সেবারে ছোট বাচ্চাদের হাতে চন্দন পরেছিলেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। কিন্তু এবারে সাংবাদিকদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কঙ্গনা।

আগামীতে ‘এমার্জেন্সি’ ছবির পরিচালনা করতে দেখা যাবে তাঁকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। তিনি বলেছিলেন, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি ছবির উপরে কাজ করছিলেন তিনি। তারপরেই তিনি উপলব্ধি করেন, তাঁর থেকে ভালভাবে কেউ পরিচালনা করতেই পারত না। ছবির চিত্রনাট‍্য লিখেছেন রিতেশ শাহ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর