হিন্দু-মুসলিম বিবাহে সন্তানের ধর্ম মুসলিমই হয় কেন? আমিরের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ নিয়ে কটাক্ষ কঙ্গনার

   

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ঘোষনা করেছেন আমির খান (aamir khan)। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তাঁরা একই পরিবারে থেকে ছেলে আজাদকে একসঙ্গে বড় করার সিদ্ধান্তও নিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। মুসলিমকে বিয়ে করার পর মুসলিম ধর্মে পরিবর্তন কেন করতে হবে? প্রশ্ন তুললেন তিনি।

কঙ্গনার বক্তব‍্য, পাঞ্জাবি পরিবারে বেশিরভাগ পরিবারেই এক ছেলেকে হিন্দু ও অপর ছেলেকে শিখ হিসেবে বড় করা হত। কিন্তু এই প্রথা কখনো হিন্দু ও মুসলিম বা মুসলিম ও শিখের মধ‍্যে অর্থাৎ মুসলিমের সঙ্গে অন‍্য যেকোনো ধর্মের বিয়েতেই দেখা যায়না। আমির খানের দ্বিতীয় বিয়েতেও সন্তান মুসলিম ধর্মাবলম্বী হলেন কেন? বিয়ের পর হিন্দু নারীদের কেন নিজের ধর্ম বদলাতে হবে? প্রশ্ন অভিনেত্রীর।

Screenshot 2021 07 05 18 28 00 663 com.instagram.android
উল্লেখ‍্য, আমির ও কিরণের একমাত্র ছেলে আজাদের পুরো নাম আজাদ রাও খান। বিয়ের পর নিজের নামের সঙ্গে পুরনো পদবী রেখে দেওয়ার পাশাপাশি ছেলেকেও নিজের ও আমিরের দুজনের পদবীই দিয়েছেন কিরণ। তিনি নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন। এমনকি নিরামিশাষী কিরণ বিয়ের পর আমিরকেও নিরামিশাষী বানিয়ে দিয়েছেন।

azad rao khan aamir khans son wiki biography age family images 5e8bc26a0e8c4
প্রসঙ্গত, শনিবার সকালে একটি লম্বা বিবৃতিতে আমির ও কিরণ জানান অনেক দিন ধরেই বিবাহ বিচ্ছেদ করার পরিকল্পনা করছিলেন তাঁরা। আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের অভিভাবক থাকবেন দুজনেই। একসঙ্গেই তাকে বড় করে তুলবেন। তাঁরা আরো জানিয়েছেন, তাঁদের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ এর জন‍্য যৌথ উদ‍্যোগেই কাজ করবেন।

বিবাহ বিচ্ছেদের ঘোষনার পরেই বিষয়টা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে নেটমাধ‍্যমে। অভিনেত্রী ফতিমা সানা খানের সঙ্গেও আমিরের নাম জড়িয়ে ট্রোল শুরু হয়েছে। বাবার নামে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে নেটিজেনদের উদেশে পালটা কটাক্ষ ছুঁড়েছেন আমির কন‍্যা ইরা খান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর