মার্কিনিদের মতো নিজেদের দেশ বেচব না, কৃষক আন্দোলন ইস‍্যুতে মার্কিন পপ স্টার রিহানাকে তোপ কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে প্রথম থেকেই রণরঙ্গিণী মূর্তিতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat)। সোশ‍্যাল মিডিয়ায় পাঞ্জাবি অভিনেতা ও গায়কদের সঙ্গে এক রকম যুদ্ধই শুরু করে দিয়েছিলেন তিনি। দিলজিৎ দোসাঞ্ঝ ও কঙ্গনার টুইট যুদ্ধ মুহূর্তের মধ‍্যে ট্রেন্ডিং হয়ে যায় টুইটারে।

এবার ফের কৃষক আন্দোলনের সপক্ষে মুখ খোলায় আরেক অত‍্যন্ত জনপ্রিয় তারকাকে তুলোধনা করলেন কঙ্গনা। তিনি আর কেউ নন, খোদ মার্কিন পপ স্টার রিহানা (rihanna)। সম্প্রতি দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’

kangana 2
রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ‍্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি। তবে মার্কিন গায়িকাকে সপাটে উত্তর দিতে দেরি করেননি কঙ্গনা। তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘কেউ এই বিষয়ে কথা বলছে না কারণ ওরা কৃষক নয়, সন্ত্রাসবাদী যারা ভারতকে ভাগ করতে চায়। যাতে চিন আমাদের দুর্বল ভগ্ন দেশকে অধিকার করে আমেরিকার মতো চিনা কলোনি বানাতে পারে। বোকার মতো কথা না বলে বসে থাকো। তোমাদের মতো আমরা আমাদের দেশকে বেচব না।’

কিছুদিন আগেই ফের দিলজিৎ দোসাঞ্ঝকে কটাক্ষ করেন কঙ্গনা। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ও দিল্লি পুলিসের উপর আন্দোলনকারী কৃষকদের ‘তাণ্ডবের’ কিছু ছবির কোলাজ করে এক ব‍্যক্তি টুইট করেন, ‘বলিউডের ‘ক্রান্তিকারী’রা কোথায় যারা কঙ্গনাকে ট্রোল করছিলেন যখন তিনি এই কৃষক আন্দোলনের নাম করা মানুষদের উদ্দেশ‍্য কি তা জানতে চেয়েছিলেন? দিলজিৎ দোসাঞ্ঝ কোথায়?’

সেই টুইটটি রিটুইট করেই কঙ্গনা লেখেন, ‘আমি এটা এড়ানোর জন‍্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব‍্যর্থ হয়েছি। হয়তো আমি সিন্ধুতে বিন্দুর সমান কিন্তু আমার ব‍্যর্থতা প্রকাণ্ড। অন্তত আমার তাই মনে হয়। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি নিজের দেশের সংহতি রক্ষা করতে পারলাম না। আমি কেউ নই তাও আমিই সবকিছু। আর আমি আজ ব‍্যর্থ।’

এর আগেও প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় আন্দোলনকারী কৃষকদের জোর করে প্রবেশ ও কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। ভিডিও বার্তায় ‘কৃষকরূপী সন্ত্রাসবাদী’দের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখান তিনি।
কঙ্গনা বলেন, করোনাকে জয় করে ভারত এগিয়ে চলেছিল। গোটা বিশ্বের কাছে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু আজ প্রজাতন্ত্র দিবসের মতো একটা দিনে কৃষকরূপী সন্ত্রাসবাদীরা যা করেছে তার জন‍্য দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। লাল কেল্লা থেকে যেসব ছবি সামনে আসছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর