উত্তরপ্রদেশ সরকারের বিশেষ প্রকল্পের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন কঙ্গনা, পেলেন রামমন্দিরের ভূমিপূজার সোনার কয়েন

বাংলাহান্ট ডেস্ক: আরো এক নতুন পালক যুক্ত হল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) মুকুটে। শুক্রবার উত্তরপ্রদেশের যোগী সরকারের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ প্রোগ্রামের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হল জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীকে। উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের বাসভবনে নিজে গিয়ে সাক্ষাৎ করেন কঙ্গনা। সে সাক্ষাতের ছবি এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

এদিন যোগীর বাসভবনে গিয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কঙ্গনা। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে আগেই তিনি জানিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা। গোলাপি শাড়ি সাদা ব্লাউজে সেজে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ সকালে মোরাদাবাদে তেজসের শুটিং শেষ করে লখনউ এলাম। উত্তরপ্রদেশের মাননীয় মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের সঙ্গে দেখা করার জন‍্য প্রস্তুত‌।’

kangana 575
পরপর আরো কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। একটিতে যোগীর সঙ্গে বৈঠকে খোশ মেজাজে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘উত্তর প্রদেশের মাননীয় মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। উনি খুবই প্রাণবন্ত, খাঁটি এবং অনুপ্রেরণাদায়ক। এই তরুণ, উদ্দীপক এবং দেশের অন‍্যতম জনপ্রিয় নায়কের সঙ্গে কথা বলে ধন‍্য মনে করছি নিজেকে।’

এদিন নিজে হাতে কঙ্গনাকে একটি সোনার কয়েন উপহার দেন আদিত‍্যনাথ‌। এই কয়েনটি অযোধ‍্যার  রামমন্দিরের ভূমিপূজার সময়ে ব‍্যবহার হয়েছিল। কঙ্গনা জানান তিনি অযোধ‍্যা নামে একটি ছবি তৈরি করছেন রাম মন্দিরের পটভূমিকার উপরে। এটাকে তিনি আশীর্বাদ বলেই মনে করেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার থালাইভি ছবিটি। আপাতত তেজস ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন তিনি। ভারতীয় বায়ুসেনার বিমান চালকের চরিত্রে অভিনয় করবেন তিনি। অপরদিকে ধাকড় ছবিতে একজন গুপ্তচর হিসাবে দেখা যেতে চলেছে কঙ্গনাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর