পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইবেন কঙ্গনা, বদলে মানতে হবে এই ছোট্ট শর্ত

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক ছাড়া কঙ্গনা রানাওয়াতকে (kangana ranaut) যেন ভাবাই যায় না। দিন কয়েক আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। আর তারপরেই এমন এক মন্তব‍্য করে বসলেন যার জেরে তাঁর পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করার ডাক উঠেছে বিভিন্ন মহল থেকে। অবশেষে বিষয়টা নিয়ে মুখ খুললেন কঙ্গনা। পদ্মশ্রী ফিরিয়ে দিতে রাজি আছেন তিনি। তবে তার বদলে একটি শর্ত মানতে হবে তাঁর।

কঙ্গনার বক্তব‍্য, তাঁর যে সাক্ষাৎকার নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে সেই সেই সাক্ষাৎকারেই স্পষ্ট বলা আছে। ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার প্রথমবার বিদ্রোহ হয়েছিল। সেটা তিনি জানেন। কিন্তু ১৯৪৭ সালে কোন বিদ্রোহ হয়েছিল? সেটা তিনি জানেন না। কঙ্গনার শর্ত, তাঁকে যদি কেউ এটার উত্তর বলে দেয় তাহলে তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন এবং ক্ষমাও চাইবেন।

kangana 575
কঙ্গনা আরো বলেছেন, যদি কেউ প্রমাণ করতে পারে ওই সাক্ষাৎকারে তিনি একবারও স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেছেন তাহলেও তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন। অভিনেত্রীর স্পষ্ট বক্তব‍্য, তিনি রাণী লক্ষ্মীবাঈয়ের উপরে তৈরি ছবিতে নিজে অভিনয় করেছেন। ১৮৫৭ সালের বিদ্রোহ নিয়ে গভীরে গবেষণা করেছেন।

Screenshot 2021 11 13 17 40 40 820 com.instagram.androidScreenshot 2021 11 13 17 40 44 640 com.instagram.android
ডানপন্থীদের সঙ্গে জাতীয়তাবাদও তুঙ্গে উঠেছিল। কিন্তু সেটা হঠাৎ করেই ঝিমিয়ে পড়ল কেন? গান্ধীজি ভগৎ সিংকে শহিদ হতে দিলেন কেন? নেতাজিকে মারা হল আর গান্ধীজি তাঁকে সাহায‍্য করলেন না কেন? একজন শ্বেতাঙ্গ ভারতকে ভাগ করে দিল কেন? প্রশ্ন তুলেছেন কঙ্গনা। সঙ্গে তাঁর সাফাই, তিনি বলেছেন, শারীরিক ভাবে স্বাধীনতা হয়তো আগেই পাওয়া গিয়েছে। কিন্তু মনের যে স্বাধীনতা, চেতনা জেগেছে ২০১৪ তেই।

Screenshot 2021 11 13 17 42 08 947 com.instagram.androidScreenshot 2021 11 13 17 42 46 659 com.instagram.android
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনার দাবি করেন, ১৯৪৭ এ ভারত যে স্বাধীনতা পেয়েছিল সেটা নাকি ভিক্ষা ছিল‌। আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে। কঙ্গনার এই মন্তব‍্যে নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। এমন মন্তব‍্য করে দেশের জন‍্য শহিদ হওয়া স্বাধীনতা সংগ্রামীদের অভিনেত্রী অপমান করেছেন বলেও অভিযোগ করেন নেটিজেনরা। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক দাবি করেন, কঙ্গনার পদ্মশ্রী ফেরত নিয়ে তাঁকে গ্রেফতার করতে। এর উত্তরেই পালটা দিয়েছেন ‘কুইন’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর