বাংলা হান্ট ডেস্ক:” মনিকর্ণীকা” র সময় থেকেই ঘটনার সূত্রপাত। কঙ্গনার সাথে যেন খার হয়ে গেছে সাংবাদিক জাস্টিন রাও এর। কঙ্গনার ছবির বিষয় নাকি খারাপ মন্তব্য প্রকাশ করেছিলেন তিনি। কিছুদিন পূর্বে ‘ জাজমেন্টাল হ্যায় কেয়া’র গানের টিজার লঞ্চ অনুষ্ঠানে আবারও বচসায় জড়িয়ে পড়েন দুজনে। এবার বচসা নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজকুমার রাও। ঘটনা প্রসঙ্গে কঙ্গনার পাশে দাঁড়িয়ে তাঁকে ‘সাহসী’ বলে আখ্যা দিয়েছেন সহ অভিনেতা রাজকুমার রাও।
পরে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, “কঙ্গনা যা বলেছে সেটা ওর নিজস্ব অভিমত। আমরা একটা স্বাধীন দেশে বাস করি। আমাদের সবারই নিজস্ব মতামত আছে। আমি আশা করব কঙ্গনা আরও মানুষের সমর্থন পাবে। অনেকেই ওর সততার জন্য ওকে অনেকেই পছন্দ করেন। ও সত্যিই সাহসী। ওর কাজের মাধ্যমে অনেককেই উৎসাহ দেয়। মাঝে মাঝে আমার মনে হয় কীভাবে কঙ্গনা এত নির্ভিক হতে পারে।”
এদিকে কঙ্গনা-জাস্টিনের বচসার প্রেক্ষিতে সাংবাদিকরা এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড জানায় কঙ্গনা ক্ষমা না চাইলে তাঁকে বয়কট করা হবে। পরিচালক একতা কাপুর সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেও চুপ ছিলেন কঙ্গনা। তাঁর বোন রঙ্গোলি চান্দেল ট্যুইট করে জানান কঙ্গনা কোনও ভাবেই ক্ষমা চাইবেন না।কিছুদিন আগে বোন রঙ্গলির শেয়ার করা একটি ভিডিও তে কঙ্গনা এই প্রসঙ্গে বলেছেন “সব জায়গাতেই ভাল লোকেদের পাশাপাশি খারাপ লোকেরাও রয়েছে। মিডিয়া আমাকে অনেক উৎসাহিত করেছে। তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু মিডিয়ার একাংশ প্রতিনিয়ত দেশের গরিমাকে ক্ষুন্ন করছে। দেশের একতাকে নষ্ট করার প্ররোচনা দিচ্ছেন। তাঁরা মিথ্যা প্রচার করেন। এমনই একজন সাংবাদিকের সঙ্গে সেদিন আমার কথা হয়েছিল। আমি তাঁর প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করি। এর আগে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে আমি প্রচার করি। তখন আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করেছিলেন ওই সাংবাদিক।
তারপর পশুহত্যা নিয়ে আমার প্রচারের সময়েও একই কাজ করেন তিনি। আমি শহিদ নিয়ে ছবি তৈরি করলেও মশকরা করেন ওই সাংবাদিক।”
কঙ্গনা আরও বলেন , “কোনও বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করা একজন সাংবাদিকের অধিকার। কিছু লোকজন তা না করে গালিগালাজ করে পেশাটাকেই নিচে নামিয়ে দেন।
তোমাদের মত লোক নেই বলেই আমি দেশের সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যে একজন হয়েছি। তোমরা চাইলে আমাকে বয়কট করতেই পারো। তাতে আমার কিছু যায় আসে না।”