একসময় বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলতে বলেছিলেন, সেই কপিলই এখন উচ্ছ্বসিত কোহলিকে নিয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে অতিমানবীয় ইনিংস খেলেছেন সেই ইনিংসের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি বেশিরভাগ ভারতীয় ক্রিকেটপ্রেমী। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে অন্য দেশের ক্রিকেটপ্রেমী, সকলেই মুগ্ধ হয়েছেন তার ব্যাটিং দেখে। তার ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই বিশেষণ হারিয়ে ফেলেছেন।

৩-৪ মাস আগে এশিয়া কাপের আগে অবধি এই বিরাট কোহলিকেই অনেকে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। অন্য সকলে যতটুকু সমালোচনা করেছিল তার চেয়ে অনেক বেশি সমালোচনা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সমালোচনা করতে গিয়ে বিরাট কোহলিকে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার পরামর্শও দিয়েছিলেন কপিল। তিনি বলেছিলেন, “রবি অশ্বিনের মতো ক্রিকেটারকে যদি ভারতীয় টেস্ট স্কোয়াড থেকে ছেঁটে ফেলা যায়, তাহলে বিরাট কোহলি, যিনি চূড়ান্ত অফফর্মে রয়েছে তাকে দলে রাখতেই হবে, এমন নীতি তোকেও নির্ধারণ করেনি।” বলাই বাহুল্য সেই কথা কানে তোলেননি বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলছিলেন, “বাইরে বসে অনেক বিশেষজ্ঞই অনেক রকম কথা বলতে পারেন কিন্তু টিমের ভেতরে কি চলছে ড্রেসিংরুমের পরিস্থিতি কিরকম কখন দলে কাকে প্রয়োজন সেটা আমরা যারা দলের সঙ্গে যুক্ত রয়েছে তারাই বুঝে।”

kohli badass

এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পরও কপিলদেব সহ তার বাকি সমালোচকদের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরাট কোহলি। তিনি বলেছিলেন যে টিভিতে বসে অনেকেই তার সমালোচনা করেন কিন্তু ব্যক্তিগতভাবে কেউ তাকে ফোন করে কোনদিনও পরামর্শ দেওয়ার প্রয়োজন বোধ করেননি এবং অনেকের কাছেই তার ফোন নম্বর ছিল।

আর পাকিস্তানের বিরুদ্ধে এই দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই সেই কপিল দেব, যিনি এক সময় বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনিই বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি কোহলির কথা বলতে গিয়ে বলেছেন, “সেদিন ম্যাচ যে অবস্থায় চলে গিয়েছিল শুরুর দিকে তারপর ভারতীয় দলকে একজনই জেতাতে পারতো, সেটা হল বিরাট কোহলি। তিনি নিজের কাজটা সঠিকভাবে করে দেখিয়েছেন।” আচমকা তার এই সুর বদল দেখে অনেকেই তাঁকে ব্যঙ্গ করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর