অসমে ঐতিহাসিক কার্বি চুক্তি, অমিত শাহের উপস্থিতিতে ১ হাজার ক্যাডারের আত্মসমর্পণ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে শনিবার ঐতিহাসিক কার্বি আংলং চুক্তি হল। শনিবার দিল্লিতে আয়োজিত একটি ত্রিপাক্ষিক কার্বি শান্তি চুক্তিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কার্বি সংগঠনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

ঐতিহাসিক চুক্তির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, ‘ঐতিহাসিক কার্বি আংলং সমঝোতায় স্বাক্ষর হয়েছে। মোদী সরকার কয়েক দশকের পুরনো সঙ্কটের সমাধান করে অসমের আঞ্চলিক অখণ্ডতা সুনিশ্চিত করার জন্য প্রতিবদ্ধ।”

অমিত শাহ লেখেন, ‘আজ সন্ধ্যেয় ৫-র বেশি সংগঠনের প্রায় ১০০০ হাজার ক্যাডার অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছে। কার্বি আংলং-র জন্য অসম সরকার পাঁচ বছরে অঞ্চলের উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা খরচ করবে। নরেন্দ্র মোদী সরকারের নীতি এটাই যে, আমরা যেই চুক্তি করি, তা সময়ের মধ্যে পূরণও করি।”

বলে দিই, কার্বি অসমের প্রধান একটি জনজাতি সংগঠন। আর এই সংগঠন কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত। কার্বি সংগঠনের ইতিহাস ১৯৮০ দশকের হত্যা, জাতীয় হিংসা, অপরাধের সঙ্গে যুক্ত। অসমের দুটি আদিবাসী সংগঠন বোডো আর কার্বি অসম থেকে আলাদা হতে চায়। ২০০৯ সালে বোডো চুক্তি হওয়ার পর অসমের আঞ্চলিক অখণ্ডতার জন্য উন্নয়নের রাস্তা খোলা হয়েছিল। আর আজ কার্বি চুক্তি হল। এই চুক্তির ফলে অসমে শান্তি কায়েম হওয়ার আশা দেখা দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর