শরীর বেয়ে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, রাজপ্রাসাদে অন্তঃসত্ত্বা করিনার ছবি হল তুমুল ভাইরাল

করিনা কাপুর খান (kareena kapoor khan), বলিউডের বেবো দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। লকডাউন ওঠার পরেই এই সুখবর জানান নবাব দম্পতি। এই মুহুর্তে ৫ মাসের অন্তঃসত্ত্বা করিনা সময় কাটাচ্ছেন পতৌদিদের রাজপ্রাসাদে। সেখানেই বেবি বাম্প নিয়ে ছবি তুললেন সইফ ঘরনি।

images 2020 10 08T131733.674

কিছুদিন আগেই ৪০ এ পা দিলেন তিনি৷ করোনা আবহে পরিবারের সাথেই পালন করেছেন নিজের জন্মদিন। তারপরেই স্বামী সইফ আলি খান ও ছেলে তৈমুরকে নিয়ে পতৌদি রাজপ্রাসাদে পাড়ি দেন নবাব পত্নী৷ এই মুহুর্তে সেখানেই সময় কাটাচ্ছেন তারা।

https://www.instagram.com/p/CF3vBjypssW/?igshid=dxz58kf6pa1g

প্রসঙ্গত, খুব শীঘ্রই আমিরের সাথে লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। তাঁর বিপরীতে রয়েছেন আমির খান। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আমির ও করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে মোনা সিং ও বিজয় সেতুপতিকে। বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও এই মুহুর্তে করোনার কারনে চূড়ান্ত দিন ঘোষনা করা হয় নি।

https://www.instagram.com/p/CEyJEbkJfB6/?igshid=172d2oarxq62x

অন্যদিকে, বলিউডের মাদক মামলায় নাম জড়িয়েছে সইফ কন্যা সারা আলি খান। মাদক মামলায় নাম জড়ানোর পর প্রথম পক্ষের মেয়ের পাশে দাঁড়ান নি সইফ। তিনি প্রথমা স্ত্রীকেই দুষেছেন। সব মিলিয়ে বলিউডের মাদক বিতর্ক থেকে বহু দূরে এখন নিজের অন্তঃসত্ত্বা দ্বিতীয়া স্ত্রীকে নিয়েই ব্যাস্ত সইফ।

 

 

 

সম্পর্কিত খবর