১৪ মাসের প্রেম সম্পর্কের বিচ্ছেদ! দীর্ঘ নাটকের পর পতন হল কর্ণাটকের জোট সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ ২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। কর্ণাটকে আজ কংগ্রেস-জেডিএস এর সরকার ভেঙে গেলো। কর্ণাটকে এখন ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নিয়েছে। আস্থা ভোটে যেখানে কংগ্রেস-জেডিএস জোট ৯৯ টি ভোট পেয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ১০৫ টি ভোট পেয়েছে। কর্ণাটকে বিগত ২১ দিন ধরে চলা নাটকের অবসান হল আজ। বার বার নানারকম ছুতো দেখিয়ে আস্থা ভোট পিছিয়ে দেওয়ার পরেও শেষ রক্ষা হল না কুমারস্বামীর।

kumaraswamy parameshwara assembly pti

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট ১৪ মাস ১১৬ জন বিধায়ককে নিয়ে সরকার চালিয়েছে। ১ লা জুলাই কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেওয়ার পর বিগত ২৩ দিনে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই শক্তি প্রদর্শনের তারিখ নির্ণয় করা হয়। কিন্তু কংগ্রেস-জেডিএস জোট এর বারবার হাঙ্গামা করার কারণে আস্থা ভোট হয়েছিল না।

আস্থা ভোটে হারার পর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজের ইস্তফা প্রদান করবেন। এবার ভারতীয় জনতা পার্টি সরকার বানানোর দাবি জানাবে রাজ্যপালের কাছে। ভারতীয় জনতা পার্টি কাল বিধায়ক দলের বৈঠক করবে, আর এরপর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির নেতা বি.এস ইয়েদুরাপ্পা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর