হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাইকোর্টের বড় নির্দেশ, পড়ুয়াদের দেওয়া হল গুরুত্বপূর্ণ আদেশ

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক হাইকোর্ট রাজ্যে হিজাব নিয়ে চলা হট্টগোলের মধ্যে বড় কথা বলেছে। হিজাব নিয়ে আন্দোলনকারী সব শিক্ষার্থীকে আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেছে আদালত।

বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজির বেঞ্চ হিজাব মামলার শুনানি করেন। শুক্রবার এই শুনানি শেষে জারি করা লিখিত আদেশের অনুলিপি দেওয়া হয়। আদালত বলেছে, শিগগিরই শেষ হতে চলেছে এ বছরের শিক্ষাপঞ্জি। এমতাবস্থায় আন্দোলন চালিয়ে প্রতিষ্ঠান বন্ধ না করে ক্লাসে ফিরে পড়ুয়াদের স্বার্থ রক্ষা করাই ভালো হবে।

আদালত বলেছে, ‘আমরা রাজ্য সরকার এবং সমস্ত অংশীদারদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে এবং ছাত্রদের তাড়াতাড়ি ক্লাসে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীকে গেরুয়া স্কার্ফ, গামছা, হিজাব, ধর্মীয় পতাকা বা অনুরূপ জিনিসপত্র নিয়ে ক্লাসে আসতে নিষেধ করছি।’ আদালত স্পষ্ট করে বলে, এই আদেশ শুধুমাত্র সেইসব প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, যেখানে কলেজ উন্নয়ন কমিটি পড়ুয়াদের ড্রেস কোড/ইউনিফর্ম নির্ধারিত করে রেখেছে।

হিজাব নিয়ে অপ্রয়োজনীয় আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ থাকায় হাইকোর্ট দুঃখ প্রকাশ করেছে। আদালত যখন বিষয়টি বিবেচনা করছে এবং সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি চলছে, তখন এসব বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর