নাম না বদলালে ‘পদ্মাবত’এর মতো অবস্থা হবে, অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’কে শাসানি কর্ণি সেনার

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিক্ষোভের মুখে অক্ষয় কুমারের (akshay kumar) ছবি। কর্ণি সেনার (karni sena) আক্রমণের সম্মুখীন হল অভিনেতার আগামী ছবি পৃথ্বীরাজ (prithviraj)। কর্ণি সেনার হুমকি, ছবির নাম পরিবর্তন না করা হলে এর আগে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত ছবির যে হাল করা হয়েছিল অক্ষয়ের পৃথ্বীরাজ ছবিরও একই অবস্থা হবে।

কর্ণি সেনার যুব সভাপতি সুরজিৎ সিং রাঠোর সংবাদ মাধ‍্যমকে বলেন, ছবির পুরো কাহিনিই ‘মহান’ পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে লেখা, তাহলে ছবির নাম শুধু পৃথ্বীরাজ কেন রাখা হল? এ তাঁকে এক রকম অসম্মান করা বলেই মত কর্ণি সেনার যুব সভাপতির। তিনি আরো শাসিয়েছেন, যদি ছবির নাম পরিবর্তন না করা হয় তবে পদ্মাবত ছবির সঙ্গে যা করা হয়েছিল এই ছবির সঙ্গেও তাই হবে।

jpg 11 1

তবে অবশ‍্য এই শাসানি নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি ছবি নির্মাতারা। কবি চাঁদ বরদাইয়ের গ্রন্থ পৃথ্বীরাজ রাসো থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি বলে জানান পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মনুষী ছিল্লর।

এর আগে কর্ণি সেনার বিক্ষোভের মুখে পড়েছিল বনশালির ছবি পদ্মাবত। প্রথমে রানী পদ্মাবতীর নামেই ছবির নাম রাখা হয়েছিল। কিন্তু তাতে বেঁকে বসে কর্ণি সেনা। রাজস্থানে ছবির শুটিং চলাকালীন সেটে হাজির হয়ে তাণ্ডব চালায় তারা। এমনকি তাদের হাতে হেনস্থা হন পরিচালক বনশালিও।

বনশালি ও দীপিকা পাডুকোনকে হত‍্যার হুমকি দেওয়া হয়। গোটা দেশে সেই সময় বিক্ষোভের আগুন জ্বলেছিল‌। বাধ‍্য হয়ে ছবির নাম পরিবর্তন করলেও থামেনি বিক্ষোভ। অবশেষে ছবি মুক্তির পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিক্ষোভ প্রত‍্যাহার করে তারা। কয়েক মাস আগে সইফ আলি খানের তাণ্ডব ওয়েব সিরিজ মুক্তির পরেও বিক্ষোভ প্রদর্শন করেছিল কর্ণি সেনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর