কেক খাওয়াতে গিয়ে নাকে ক্রিম মাখিয়ে দিলেন রামকৃষ্ণ, রেগে মারতে গেলেন মা সারদা! ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni) জন‍্য বড় সাফল‍্য। একটানা সাড়ে চার বছর ধরে চলছে জি বাংলার এই সিরিয়াল। ইতিহাসের স্মরণীয় নারী রাণী রাসমণির জীবনকাহিনি, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল। একে একে বিদায় নিয়েছেন বাবু রাজচন্দ্র দাস, স্বয়ং রাসমণি এবং তাঁর প্রিয় সেজ জামাই মথুরামোহন বিশ্বাসও। সিরিয়ালের নামের সঙ্গে জুড়েছে ‘উত্তর পর্ব’।

মূলত রাসমণির অবর্তমানে দক্ষিণেশ্বর মন্দির, শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও রাসমণির পরবর্তী প্রজন্মের কাহিনি নিয়ে এগোচ্ছে সিরিয়াল। ১৫০০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই সিরিয়াল। সেই উপলক্ষে বিশেষ কেক এনে কাটা হয়েছে শুটিং সেটে। গদাই ঠাকুর, মা সারদা, ইন্দুমতী এমনকি নগেন চৌধুরীও যোগ দিয়েছেন কেক কাটা পর্বে।

IMG 20211228 170107
সেলিব্রেশনের একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে চ‍্যানেলের তরফে। সেখানে নজরে পড়ল পর্দার রামকৃষ্ণ সারদা অর্থাৎ সৌরভ সাহা ও সন্দীপ্তা সেনের রসায়ন। কেকের টুকরো নিয়ে সারদাকে খাইয়ে দিলেন রামকৃষ্ণ। পালটা মা সারদাও কেক নিয়ে খাওয়ালেন তাঁকে। এরপরেই ফাঁকতালে দুষ্টুমি করে সারদার নাকে কেকের ক্রিম লাগিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। কপট রাগে হাত তুলে মারের ভঙ্গি করলেন মা সারদা!

IMG 20211228 170132
দীর্ঘ সাড়ে বছরের সফর শেষে আবেগঘন সেটের সকলেই। দর্শকদের অনুরোধ করলেন পাশে থাকার। আনন্দবাজার অনলাইনকে সিরিয়ালের কার্যনির্বাহী পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানান, শুরুতে নাকি অনেকেই তাঁকে সাবধান করেছিলেন, ইতিহাসের গল্প নিয়ে সিরিয়াল না বানাতে। কারণ সে সময় এই ধরনের সিরিয়াল চলছিল না। কিন্তু বাধা মানেননি পরিচালক। বাকি যা হল সেটা নিজেই আস্ত ইতিহাস।

https://www.instagram.com/zeebanglaofficial/tv/CX_sQX1phKc/?utm_medium=copy_link

এই সিরিয়ালের জন‍্য মনপ্রাণ দিয়ে খেটেছেন সকলে। অভিনয়ের জন‍্য চুনোমাছ ভাজতে গিয়ে নাকি রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের হাতে ফোসকাও পড়েছিল। এখন তাঁর গল্প ফুরিয়েছে সিরিয়ালে। চলে গিয়েছেন মথুর ওরফে গৌরব চট্টোপাধ‍্যায়ও। এমনকি ব‍্যক্তিগত কারণে সিরিয়াল ছেড়েছেন জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য। টিআরপিও লক্ষণীয় ভাবে কমেছে আগের থেকে। তবুও ১৫০০ পর্ব পেরিয়েও থামছে না এই সিরিয়াল। শুধু স্লট বদলে সাড়ে ছটার বদলে সন্ধ‍্যা ছটায় আসছে রাণী রাসমণি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর