শুভেন্দুর বাড়ি ঘিরলো বিশাল পুলিশবাহিনী! হাওড়ায় যেতে বারণ করে নোটিস পাঠালো কাঁথি থানা

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ বর্তমানে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমাদের বাংলাতে সেই আঁচ এসে পড়েছে। বিগত তিনদিন ধরে হাওড়ার একাধিক প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিভিন্ন এলাকায় 144 ধারা জারি রেখেছে প্রশাসন। এর মাঝেই গতকাল হাওড়া গ্রামীণ এলাকায় উপস্থিত হন দিলীপ ঘোষ ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মত বিজেপি নেতা নেত্রীরা। এর মাঝেই আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পথ আটকানো হয় এবং পরবর্তীকালে তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হয়। আর এদিন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়ে হাওড়া গ্রামীণ এলাকায় যেতে বারণ করল কাঁথি থানা।

সূত্রের খবর, এদিন সকাল হতেই বিশাল পুলিশবাহিনী শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে রেখেছে। ফলে তা ভেদ করে অবশেষে বিজেপি নেতা হাওড়ায় পৌঁছাতে পারেন কিনা, সেটা বড় প্রশ্ন। শুধুমাত্র পুলিশ বাহিনী মোতায়েন করেই ক্ষান্ত থাকেনি প্রশাসন, এরপর একটি চিঠি পাঠানো হয় শুভেন্দুকে, যেখানে 144 ধারা চলাকালীন হাওড়ায় যেতে বারণ করা হয় তাঁকে। এমনকি সেই চিঠিতে হাইকোর্ট দ্বারা নির্দেশিত শুভেন্দুর নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করা হয়।

suvendu 17

প্রসঙ্গত, পয়গম্বর ইস্যুতে বর্তমানে গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে। সেরকম ভাবেই হাওড়ার বিভিন্ন প্রান্তে পুলিশের গাড়ি ভাঙচুর, বোমা এবং ইটবৃষ্টির মতো একাধিক ঘটনা সামনে এসেছে আর সেই কারণেই বিভিন্ন এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন।

এর মাঝেই গতকাল একাধিক বিজেপি নেতা নেত্রীরা পৌঁছে যান ঘটনাস্থলে আর সূত্র মারফত খবর পাওয়া যায়, এদিন বিজেপি নেতা অশোক দিন্দার বাড়ি যাবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে কলকাতা যাওয়ার কথা রয়েছে তাঁর এবং সম্ভবত কলকাতা থেকেই হাওড়ার গ্রামীণ এলাকায় রওনা দেবেন তিনি। আর সেই খবর সামনে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। আপাতত বিশাল পুলিশবাহিনী এবং কাঁথি থানার চিঠি উপেক্ষা করে শুভেন্দু অধিকারী হাওড়া পৌঁছে যান কিনা, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর