এখনই হন সতর্ক! হেলমেট কেনার আগে মাথায় রাখুন এই জিনিসগুলি, এড়িয়ে যেতে পারবেন বড় বিপদ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে বাইক এবং স্কুটারের সংখ্যা। এমতাবস্থায়, দু’চাকার এই যানগুলি চালানোর ক্ষেত্রে মানতে হয় কিছু বিশেষ সতর্কতাও। যার ফলে চালক এবং বাইকের যাত্রীদেরও নিরাপত্তা বৃদ্ধি পায়। ঠিক সেইরকমই এক বিষয় হল হেলমেট (Helmet)।

মূলত, হেলমেট হল এমনই একটি জিনিস যেটি বাইক চালক এবং যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি করে। এমনকি, যেকোনো বড়সড় দুর্ঘটনার ক্ষেত্রেও প্রাণ বাঁচিয়ে দিতে সক্ষম হয় এটি। আর সেই কারণেই হেলমেট পরে বাইক চালানোর জন্য প্রশাসনিক দিক থেকেও সচেতন করা হয় সবাইকে।

এমনকি, হেলমেট পরে বাইক না চালালে সেক্ষেত্রে থাকে জরিমানার ব্যবস্থাও। তবে, এই হেলমেট কেনার সময়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হয়। নাহলে সেটি বিপদ থেকে রক্ষা করার পরিবর্তে বিপদ বাড়িয়ে দিতে পারে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

হেলমেট কেনার আগে এটি পরীক্ষা করতে ভুলবেন না: মূলত,হেলমেট কেনার আগে অবশ্যই কিছু জিনিস যাচাই করে নিতে হয়। হেলমেট নেওয়ার আগে সেটিতে ISI সার্টিফিকেশন চিহ্ন রয়েছে কি না তা অবশ্যই দেখে নিতে হবে। ISI মার্ক থাকার অর্থ হল ওই হেলমেটটি সবরকম ভাবে পরীক্ষা করা হয়েছে এবং আপনি যদি সেটি পরেন সেক্ষেত্রে হেলমেটটি আপনার জন্য নিরাপদ হবে।

কালো রঙের ভাইজার রয়েছে এমন হেলমেট কেনা থেকে বিরত থাকুন: হেলমেট কেনার সময় মাথায় রাখবেন যে, সেটিতে যাতে কালো রঙের ভাইজার না থাকে। মূলত, এইরকম হেলমেট রাতে সফরের জন্য ঠিক নয়। এমতাবস্থায়, আপনি যদি নরম্যাল ভাইজার সহ একটি হেলমেট কেনেন সেক্ষেত্রে আপনি সেটি দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি, হেলমেট কেনার আগে এই জিনিসটাও মাথায় রাখবেন যে, হেলমেটটি পরার পর যাতে আপনার অস্বস্তি না হয়। অর্থাৎ, যেটি পরার পর আপনি কোনো অস্বস্তি ছাড়াই দীর্ঘক্ষণ বাইক চালাতে পারেন সেইরকমই হেলমেট কেনা ভালো। নাহলে তাড়াহুড়ো করে যেকোনো হেলমেট কিনে ফেললে পরবর্তীকালে বাইক চালাতে আপনার অসুবিধে হতে পারে।

WhatsApp Image 2023 06 01 at 4.26.48 PM

এদিকে, পুলিশ ISI চিহ্ন ছাড়া হেলমেটের জন্য কিন্তু চালানও কাটতে পারে। যা আপনার খরচকে আরও বাড়িয়ে তুলবে। এছাড়া সঠিক গুণমানসম্পন্ন হেলমেট না পরলে দুর্ঘটনার সময় বিপদের আশঙ্কাও থেকে যায়। তাই হেলমেট কেনার সময় সবসময় ISI চিহ্নটি রয়েছে কি না তা অবশ্যই দেখে নিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর