দিল্লীর অর্থনীতিকে চাঙ্গা করতে কমল ডিজেলের ভ্যাট, জব পোর্টাল খুললেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীর (Delhi) অর্থনীতিতে সুদিন ফিরিয়ে আনতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বৈঠক করলেন। এই বৈঠকে তিনি করোনা কালে দিল্লীবাসির সংকটের বিষয়েও আলোচনা করেন। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন ঘোষণাও করেন।

কমল ডিজেলের ভ্যাট
এক ধাক্কায় কমিয়ে দিলেন ডিজেলের ভ্যাটের দাম। দিল্লীবাসির কথা চিন্তা করে, ডিজেলের ভ্যাটের পরিমাণ ৩০ শতাংশ থেকে কমিয়ে করলেন ১৬.৭৫ শতাংশ।

petrol 4

নতুন দাম
অর্থাৎ, পূর্বে ডিজেলের লিটার প্রতি দাম ছিল ৮২ টাকা। বর্তমানে কেজরিওয়াল সরকার তা কমিয়ে করলেন ৭৩.‌৬৪ টাকা। এক লাফে কমে গেল প্রায় ৮ টাকা।

এই ঘোষণার ফলে জনসাধারণের উপর থেকে কিছুটা হলেও চাপ করমবে বলে মনে করছেন দিল্লী সরকার।

arabindo

খোলা হয়েছে জব পোর্টালও
এরই মধ্যে কেজরিওয়াল সরকার জব পোর্টাল শুরু করায়, তা দারুণ সাফল্যও লাভ করেছে। তিনি বলেছেন, যারা কাজ করতে চান, তারা এখনে যোগ দিতে পারেন। এখনও অবধি কোম্পানিগুলোকে ৭৫৭৭ টি পোর্টালের সাথে যুক্ত করা হয়েছে।
ইতিমধ্যেই ২ লক্ষ ৪ হাজার ৭৮৫ জনের রেজিস্টার করা হয়েছে। অপরদিকে ৩ লক্ষ ২২ হাজার ৮৬৫ জন চাকরির জন্য দরখাস্ত করছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর