কোহলির সাথে তাঁর অটুট বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন কেন উইলিয়ামসন।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের মধ্যে মাঠের ভেতরের লড়াই সত্যিই অনবদ্য। এই দুই তারকার মধ্যে মাঠের ভেতরের ব্যক্তিগত লড়াই থেকে শুরু করে অধিনায়কত্বের লড়াই, সবটাই চুটিয়ে উপভোগ করেন ক্রিকেট ভক্তরা। তবে মাঠের বাইরে এই দুজনের মধ্যে রয়েছে খুবই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু কিভাবে দুই ভিন্ন দেশের ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে এত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটাই ভাববার বিষয়। আর এই রহস্য ফাঁস করলেন কেন উইলিয়ামসন নিজেই।

2008 সালে মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলি ভারত বনাম কেন উইলিমসনের নিউজিল্যান্ড। আর সেই তখন থেকেই এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব শুরু। সেই ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিরাট কোহলি ভারত এবং ফাইনাল জিতে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল। তার ঠিক এক দশক পর 2019 বিশ্বকাপের সেমি ফাইনালের ফের মুখোমুখি হয়েছিল দুই তারকা তবে এবার অবশ্য শেষ হাসি হেসেছিল নিউজিল্যান্ড।

911685243e9bb2738dcb199d409e86485279be71332abb5763121cd72f52341bc1903fcd

কোহলির সঙ্গে তার অটুট বন্ধুত্ব নিয়ে উইলিয়ামসন বলেন, “খুব কম বয়স থেকেই আমরা একে অপরকে চিনি, তখন থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা সত্যিই ভাগ্যবান যে একে অপরের বিরুদ্ধে খেলতে পারছি। উইলিয়ামসন বলেন বিরাট কোহলির উন্নতি দেখে সত্যিই ভালো লাগছে, বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। সেই সাথে উইলিয়ামসন বলেন আমাদের দুজনের খেলার ধরন এবং মাঠের ভেতর শরীরী ভাষা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা সুযোগ পেলেই একে অপরের সাথে ক্রিকেট নিয়ে মত বিনিময় করে থাকি। এটা সত্যি খুবই ভালো ব্যাপার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর