গাড়ির ফার্স্ট এড বক্সে কন্ডোম রাখা আবশ্যক, না হলে দিতে হচ্ছে জরিমানা, দাবি ক্যাব চালকদের

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস আইনের সংশোধন হয়েছে। মোদী সরকারের দ্বিতীয় জমানায় সেই আইন কার্যকরী হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। দেশের বিভিন্ন রাজ্যে লাগু হয়েছে নতুন আইন। এই নতুন আইনে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়েছে। যদিও পাশ্চিমবঙ্গে সেই নিয়ম এখনও অবধি চালু হয় নি। এবার থেকে ট্রাফিক আইনি অমান্য করলেই দিতে হবে মোটা টাকা জরিমানা সঙ্গে জেলাবাস ও হতে পারে।

সিটবেল্ট না পড়া থেকে হেলমেট না পড়া সর্বক্ষেত্রেই জরিমানার পরিমান বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্য আরও সব অদ্ভুত নিয়ম চালু করেছে সে রাজ্যের প্রাশসন। উত্তপ্রদেশে লুঙ্গি ও গেঞ্জি পড়ে ট্রাক চালানো যাবে না। তেমনি দিল্লীতে গাড়ির ফার্স্ট এড বক্সে যদি কন্ডোম না থাকে তাহলে গাড়িচালকদের ভয়াবহ বিপদের মুখে পড়তে হচ্ছে।

এক সর্বভারতীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে দিল্লী চালকদের গাড়িতে কন্ডোম না থাকলেই তা ধরে ফেলল ট্রাফিক চালকদের দিতে হচ্ছে মোটা টাকা জরিমানা। এমনকি ফার্সট এড বক্সে কন্ডোম না রাখলে একটি করে চালানও ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ববে দাবি করেছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি এধরনের ঘটনা ঘটলে লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে দিল্লী পুলিশ।

তবে এখানেই শুরু হয়যেছে সন্দেহ। কার অভিযোগ সত্যিই তা নিয়ে বেড়েছে ধেঁয়াশা। আসলে ট্রাফিক পুলিশ সত্যিই বলছে নাকি ক্যাব চালকরা। এই খবর নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে গোটা দেশে। তবে গাড়ির ফার্সট এড বক্সে কন্ডোম রাখার উদ্দেশ্যটাই বা কি তাও কিন্তু কারোর কাছে স্পষ্ট্য নয়।

সম্পর্কিত খবর