কেরলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত পাঁচ স্কুল পড়ুয়া-সহ ৯ জন, জখম বহু! শোকপ্রকাশ মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে যখন আনন্দে মেতেছে সকল মানুষ, সেই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক দুর্ঘটনার চিত্র সামনে উঠে আসছে। এ সকল ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই। সেই ধারা বজায় রেখে এবার কেরলে (Kerala) ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ৯ জন। ৩৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর, কেরলের পালাক্কাডের ভাদাক্কাচেরি থেকে শুরু করে তামিলনাড়ুর উটি পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় একটি বাস। তবে পরবর্তীতে রাস্তার মাঝে একটি সরকারি বাসের পিছনে আচমকাই ধাক্কা মেরে বসে সেটি এবং এই কারণেই ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। এক্ষেত্রে নিয়ন্ত্রণ না সামলানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

এর্নাকুলাম এলাকার একটি বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের নিয়ে বাসটি রওনা দিলেও মাঝপথে কি কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তা অবশ্য জানা যায়নি। দুটি বাসের মধ্যে ধাক্কা লাগার ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয় পাঁচ ছাত্রের। পরবর্তীতে আরো ৪ জন প্রাণ হারান।

ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ৩৫ জন গুরুতর জখম। তাদেরকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী এম বি রাজেশ।

death

উল্লেখ্য, পুজোর সময় দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক দুর্ঘটনার খবর সামনে এসে চলেছে। সম্প্রতি, উত্তর প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান ৩১ জন মানুষ। গতকাল উত্তরাখণ্ডের অপর একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা যান আর এবার আরো এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো কেরল।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর