কেন্দ্র দাম কমালেও এক টাকাও ছাড়বে না রাজ্য সরকার, জানিয়ে দিল কেরালার বিজয়ন সরকার

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের দেখা দেখি বেশ কিছু রাজ্য পেট্রোল ডিজেলের উপর কর ছাড় দিলেও, সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারছে না কেরালা (kerala) সরকার। আর এই বিষয় নিয়ে আবারও সমস্যা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন, ‘কেন্দ্রের মত রাজ্য সরকারও যদি জ্বালানি তেলের উপর থেকে কর কমিয়ে দেয়, তাহলে রাজ্যের উপর ঋণের বোঝা আরও বাড়বে’।

1604675371 5fa5672bdccee petrol

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেন, ‘কেন্দ্র সরকার নিজের মুখ বাঁচানোর জন্য এই করে ছাড় দিয়েছে। কেরালায় পেট্রোল এবং ডিজেলের দাম ৬ টাকা এবং ১২ টাকা করে কমেছে লিটার প্রতি’।

তিনি আরও বলেন, ‘কেরালা সরকার করোনা আবহ এবং সাম্প্রতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য বেশকিছু আর্থিক ত্রাণ প্যাকেজ চালু করেছিল। পাশাপাশি আবার ৬ শতাংশ মহার্ঘ ভাতাও বাড়িয়েছে। যার ফলে এখন এই পেট্রোল ডিজেলের উপর কর ছাড় দিতে গিয়ে আরও চাপ বাড়বে সরকারের উপর। তাই কর কমানো যাবে না’।

এই ঘটনায় কেরালার বাম সরকারের সমালোচনায় মুখর হয়েছেন কেরালার রাজ্য বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন। তিনি বলেন, ‘পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার জেয়ালানি তেলের উপর থেকে কর কমাতে অসম্মত হয়েছে। এই সরকার জনবিরোধী’।

প্রসঙ্গত, কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণার পর পেট্রোপণ্যের উপরে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করেছে অসম, গোয়া, কর্নাটক ও ত্রিপুরা সরকার। ছাড় দিয়েছে বিহার সরকারও। ১২ টাকা করে ছাড় দিয়েছে উত্তরপ্রদেশ সরকারও। তবে এই বিষয়ে এখনও নির্বাক দর্শকের ভূমিকায় বাংলার সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর