আয়ুর্বেদের মাধ্যমে করোনা রুখছে কেরল, জেলা স্তরে খোলা হয়েছে আয়ুর ক্লিনিক

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের প্রকোপ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। দেশে এখনো পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ রোখার জন্য গোটা দেশে লকডাউন (Lockdown) জারি আছে। কেন্দ্র আর রাজ্য সরকার গুলো এই ঘাতক ভাইরাসের প্রকোপ আটকানোর জন্য নিজের নিজের স্তরে কাজ করে চলেছে। আর এর মধ্যে কেরল থেকে একটি খবর সামনে আসছে।

kerala corona

শোনা যাচ্ছে যে, কেরলে (Kerala) আয়ুর্বেদের (Ayurveda) মাধ্যমে করোনার প্রসার রোখা হচ্ছে। কেরল সরকার করোনার প্রসার রুখতে রাজ্য, আর জেলা স্তরে আয়ুর্বেদ নিয়ে জোর কদমে কাজ চালাচ্ছে। শুধু তাই নয়, সরকার জেলা আর তালুক স্তরে সরকারি হাসপাতালে আয়ুর রক্ষা ক্লিনিক (Ayur Raksha Clinic) শুরু করে দিয়েছে।

আপনাদের জানিয়ে দিই, কেরল সেই বাছাই করা রাজ্যদের মধ্যে একটি রাজ্য, যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক কম করা সম্ভব হয়েছে। কেরল থেকে মোট ৪৮১ টি মামলা সামনে এসেছি, যার মধ্যে ১২৩ টি মামলা অ্যাকটিভ, এবং ৩৫৫ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনা ভাইরাসে মাত্র তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার কেরল থেকে ১৩ টি নতুন মামলা সামনে এসেছিল। এর সাথে সাথে করোনা সংক্রমিতদের সংখ্যা বেড়ে ৪৮১ হয়ে যায়। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই কথা জানিয়েছেন। রাজ্যে করোনার পরিস্থিতি নিয়ে সমীক্ষার বৈঠকে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, ‘কোট্টায়মে ৬, ইডুক্কিতে ৪, পলক্কড়, মালাপুরম আর কন্নুর জেলা থেকে একটি করে নতুন মামলা সামনে এসেছে।”

উনি জানান, সংক্রমিত পাওয়া পাঁচজন তামিলনাড়ুর, আর একজন কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছে। আর বাকিরা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসেছিল। এবং একজন কিভাবে আক্রান্ত হল, সেটা এখনো জানা যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর