প্রয়াত হলেন কেশবানন্দ ভারতী, যার মামলায় নতুন জন্ম হয়েছিল সংবিধানের মূল কাঠামোর

বাংলাহান্ট ডেস্কঃ সংবিধানের ‘মূল কাঠামো’-র আইনি তত্ত্ব নীতির কেশবানন্দ ভারতী (Kesavananda Bharati ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৩ টে নাগাদ উত্তর কেরালার কাসারগড় জেলার এডনীরের আশ্রমে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্য জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

কেরালা ভূমি সংস্কার আইন
১৯৬৯ সালের কেরালা ভূমি সংস্কার আইনকে চ্যালেঞ্জ জানিয়েছিলনে তিনি। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট শুনানির সময় সংবিধানের মূল কাঠামোকেও চ্যালেঞ্জ জানিয়েছিল কেশবানন্দ ভারতী। তাঁর মামলার উপর ভিত্তি করেই প্রথমবার শীর্ষ আদালতের ১৩ সদস্যের বেঞ্চের কাছে সওয়াল করেছিলেন প্রখ্যাত আইনজীবী নানি পালখিভালা।

kesor 2

সর্বোচ্চকালীন মামলা চলেছিল
দীর্ঘ ৬৮ দিন ধরে এই কেরল মামলার শুনানি হয়েছিল। ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর মামলা শুরু হয়ে শুনানি শেষ হয়েছিল ১৯৭৩ সালের ২৩ শে মার্চ। এই দীর্ঘাকালীন মামলাটি এখনও অবধি পর্যন্ত সুপ্রিম কোর্টে এটিই সর্বোচ্চ দিনের মামলা হিসাবে বিবেচিত আছে।

মামলার রায়ের বিষয়ে জানা যায়
অবসরপ্রাপ্ত মাদ্রাজ হাইকোর্টের বিচারক কে চন্দ্রুকে এই মামলার বিধয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানিয়েছেন, ‘কেশবানন্দ ভারতীর মামলার গুরুত্ব বুঝে এই মামলার জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে, এর মূল কাঠামোকে নয়’।

মর্মাহত ভেঙ্কাইয়া নাইডু
কেশবানন্দ ভারতীর মৃত্যুতে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু শোক প্রকাশ করে বলেছেন, তিনি একজন প্রকৃত দার্শনিক, এমনকি শাস্ত্রীয় গায়ক ছিলেন। সেইসঙ্গে তিনি ছিলেন প্রতিভাধর্মী সাংস্কৃতিক প্রতিচ্ছবি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর