লক্ষ্য লোকসভা নির্বাচন! আসছে ‘খেলা হবে’ গানের নয়া সংস্করণ, থাকছে একাধিক চমক

বাংলা হান্ট ডেস্কঃ ‘খেলা হবে’ (Khela Hobe)। বিগত এক বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের মুখে মুখে এই গান-স্লোগান। গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই গান যে তাদের প্রচারে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তা বলা বাহুল্য। আর এবার জাতীয় রাজনীতিকে মাথায় রেখে আসতে চলেছে খেলা হবে গানের নয়া সংস্করণ, সঙ্গে রয়েছে একাধিক চমক।

বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিয়ে আসা হতে চলেছে ‘খেলা হবে’-র নয়া সংস্করণ। এক্ষেত্রে লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি তৃণমূলের সাফল্য এবং বিজেপির দুর্নীতির দিকটি তুলে ধরা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি লাইন উঠে এসেছে জনসমক্ষে। গানের লাইন গুলি অনেকটা এরকম, “বাইরে থেকে বর্গী এল/ চটির হাওয়ায় ভেসে গেল/ দিল্লি এবার আসছি তবে/ বন্ধু আবার খেলা হবে/ লক্ষী মায়ের ভান্ডারেতে, মা কাকিমা উঠল মেতে/ দুর্গা এবার দিল্লী যাবে, অসুর তোমার খেলা হবে/।।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের সময় খেলা হবে স্লোগান জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এই সম্পর্কিত গানটি গোটা বাংলায় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এমনকি, এই গানের মাধ্যমে বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় ‘খেলা হবে’। একই সঙ্গে বর্তমানে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে তুলে ধরার জন্যই এই গানটির সংস্করণ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে দেবাংশু জানান, “দেখতে দেখতে এক বছর কেটে গেল। এই স্লোগানটি আমার কাছে আবেগ, সন্তানের মত। রাস্তায় যখন কেউ খেলা হবে বলে, সেই সময় আমার খুব আনন্দ হয়। সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে কোন স্লোগান এতটা জনপ্রিয়তা পায়নি।”

তবে শুধুমাত্র মানুষের মুখে মুখে নয়, বিগত বেশ কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্যান্য বিরোধী দলের কন্ঠে উঠে এসেছে ‘খেলা হবে’ প্রসঙ্গ। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচিতে খেলার বিষয়ে মন্তব্য প্রকাশ করেছেন, তো অপরদিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খেলা হবে দিবস পালন করা হয়। শুধু তাই নয়, এই ইস্যুকে কেন্দ্র করে সমালোচনা করতেও দেখা গিয়েছে বিরোধী দলগুলিকে। কয়েকদিন পূর্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরাও খেলতে পারি। তৃণমূল কংগ্রেস পুলিশ ছাড়া আসলে খেলা হবে।”

Untitled design 14 3

ফলে সব মিলিয়ে বর্তমানে ‘খেলা হবে’ স্লোগান এবং গানের মাধ্যমে উত্তপ্ত বঙ্গ রাজনীতির। তবে লোকসভা নির্বাচনের আগে এর নয়া সংস্করণ আসলে তা কি প্রভাব ফেলবে, আপাতত সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর